কথা ও সুর: জ্ঞান প্রকাশ ঘোষ
কণ্ঠ : অজয় চক্রবর্তী
সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই
আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই
নাইবা পেলাম দরশ তোমার তোমার
নাইবা পেলাম দরশ তোমার তোমার
গানে গানে যদি তোমায় পাই
তোমায় ছুঁয়ে যাই
আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই
তোমায় চেয়ে সারা বেলা
কাটল নিয়ে সুরের খেলা (২)
এবার আমার গানের ভেলা
তোমার চরণ কুলে ভিড়াই
তোমায় ছুঁয়ে যাই
আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই
যুগে যুগে প্লাবন আনি
যে সুর চরাচরে
জানি সে যে তোমারই
প্রেম উপর হতে ঝরে
যে মন্ত্রে আজ তোমায় পুজি
ছন্দে গানে তোমায় খুঁজি
তোমার দেয়া সে দান বুঝি
সেই ভরসায় তোমায় চাই