লয়

লয় (Tempo) মানে গান-বাজনার গতি।
হিন্দিতে বলে Lay বা Laya। ইংরেজিতে বলে tempo।
বাজনার প্রতিটি মাত্র কত দ্রুত বাজানো হচ্ছে তার উপরে ভিত্তি করে ল কে কয়েক ভাগে ভাগ করা যায়।

 

লয়

 

লয়

 

মুল ভাগ তিন রকম:
১. বিলম্বিত (প্রতি মিনিটে ৪০ বিট)
২. মধ্য বা মধ্যম (প্রতি মিনিটে ৮০ বিট)
৩. দ্রুত (প্রতি মিনিটে ১৬০ বিট)

আরও ডিটেইলে এগুলোকে আবার কিছু ভাগ করা হয়েছে। যেমন:
অতি বিলম্বিত (প্রতি মিনিটে ২০ বিট)
অতি অতি বিলম্বিত (প্রতি মিনিটে ১০ বিট)
অতি দ্রুত (প্রতি মিনিটে ৩২০ বিট)
অতি অতি দ্রুত (প্রতি মিনিটে ৬৪০ বিট)

তবে এই “অতি” লয়গুলো খুব একটা শোনা যায় না।

 

SufiFaruq.com Logo 252x68 2 লয়

 

লয় এর ফর্মুলা বোঝা মোটামুটি সহজ, কিন্তু প্রয়োগ বোঝা ভীষণ কঠিন।
আরও ঝামেলার বিষয় হচ্ছে – গায়করা যন্ত্রীদের চেয়ে বেশি সময় ধরে তাল হিসেবে করে। মানে যন্ত্রীদের তালের মাপ, আর গায়কদের তালের মাপের মধ্যে পার্থক্য দেখা যায়।

বিলম্বিত লয় (Vilambit Laya, Slow bit)
মধ্য লয় (Madhya laya, Madhyalaya, Medium bit)
দ্রুত লয় (Drut Laya, Fast Bit)

বিষয়টি আরও ভাল ভাবে বুঝতে নিচের লিংকগুলোর সাহায্য নিতে পারেন:

 

SufiFaruq.com Logo 252x68 1 লয়

 

সারিতা পাঠক এর তাল বিষয়ক টিউটোরিয়াল:

 

আরও পড়ুন:

Leave a Comment