শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস আজ।
As we remember Indira Gandhi today, we go back to her statement in the Indian parliament on Dec 16, 1971:
“We hail the people of Bangladesh in their hour of triumph. We hail the brave young men and boys of the Mukti Bahini for their valour and dedication . . . We hope and trust that the Father of this new nation, Sheikh Mujibur Rahman, will take his rightful place among his own people and lead Bangladesh to peace, progress and prosperity . . . The triumph is not theirs alone. All nations who value the human spirit will recognise it as a significant milestone in man’s quest for liberty.”

আপনার প্রয়াণ দিবসে আপনার আত্মার শান্তি কামনা করি শ্রীমতী গান্ধী।
স্বাধীন আমরা হতামই, ভারতের সহায়তাও পেতাম। কিন্তু আপনি ছিলেন বলে অনেক বেশি আন্তরিকতা পেয়েছিলাম। আমাদের নেতাকে জীবিত ফিরিয়ে আনার জন্য, বিশ্বব্যাপী জনমত গড়ে তুলতে, আপনি যে অবদান রেখেছেন, তা আমরা আজীবন মনে রাখবো। আমাদের এত রিফুজি আশ্রয় দিতে আপনি যে আভ্যন্তরীণ চাপ সহ্য করেছেন, তা আমরা ভুলবো না। আপনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে আপনার সেনাবাহিনী ফিরিয়ে নিয়েছেন।
এই দিনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সব জনগণের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা আর কৃতজ্ঞতা।
#Diary 31/10/2021 শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে জানাই শ্রদ্ধা আর কৃতজ্ঞতা
আরও পড়ুন: