খোকসার কোমরভোগ খালপাড়া ও খানপুরে ফ্রি দর্জি প্রশিক্ষণের উদ্বোধন : নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কুষ্টিয়ার-৪ আসনের খোকসা ও কুমারখালীতে চলছে সুফি ফারুকের পেশা পরামর্শ সভার আওতায় ফ্রি সেলাই প্রশিক্ষণ কার্যক্রম। এরই অংশ হিসেবে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ খালপাড়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকাল ১০ টায় এবং ওসমানপুর ইউনিয়নের খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল ৩ টায় ফ্রি সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
পেশা পরামর্শ সভার পরিচালক সুফি ফারুক জানান, বর্তমান সরকার নারী বান্ধব নীতিতে বিশ্বাসী দেশের নারীদের স্বাবলম্বী করে তুলতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করতেই স্থানীয় সরকারের মাধ্যমে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। নারীদের আর কারো মুখাপেক্ষী হতে হবে না।

তিনি আরো জানান, জননেত্রী শেখ হাসিনা সচ্ছতার সাথে রাজনীতি করে তাই তৃনমূলের নারীদের ভাগ্যোন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জনগণের ভালবাসা পেতে হলে দেশের উন্নয়ন মূলক কাজ করতে হবে। যারা এতিমের টাকা আত্মসাৎ করেছে তাদের পরিণতি দেখে শিখতে হবে দুর্নীতি করে কেউ আইনের কাছে পার পাবে না। আওয়ামী লীগ জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেনা জনগণের ভাগ্যোন্নয়নের রাজনীতি করে। দেশের উন্নয়নের চাকা সচল রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দল ও মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং বার বার নৌকা প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়কে নিশ্চিত করতে হবে।
প্রশিক্ষক মোছা. আন্জুয়ারা রহমান বলেন, এরই মধ্যে আমরা বেশ কয়েকটি টিমের প্রশিক্ষণ শেষ করেছি। সকল প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ সফল ভাবে শেষ করার পর তারা শুধুমাত্র বাড়ির প্রয়োজনই নয়, নিজের অর্থসংস্থানের উপায় হিসেবে এই দক্ষতা আজীবন কাজে লাগাতে পারবে। আজ থেকে আরো দুইটি এলাকায় এ প্রশিক্ষণের শুভ সূচনা হলো। প্রশিক্ষণ গ্রহণকারীরা এক থেকে ৩ মাসের মধ্যে মাপ নেয়া, কাটিং থেকে শুরু করে সেলাই কাজের বিস্তারিতসহ ২৫টি আইটেম বানানো শিখবে। সুফি ফারুক ভাইয়ের পেশা পরামর্শ সভার আওতায় ফ্রি সেলাই প্রশিক্ষণ এলাকার মা-বোনদের স্বাবলম্বী করে তুলতে সাহায্য করবে। এমন একটি উদ্যোগ নেয়ার জন্য কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুকের পেশা পরামর্শ সভার পৃষ্ঠপোষক সুফি ফারুক ইবনে আবুবকর ভাইকে এসব প্রশিক্ষণ কেন্দ্রের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানায়।

পেশা পরামর্শ সভা খোকসা উপজেলার সমন্বয়কারী খাইরুল ইসলাম বলেন, নেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে সুফি ফারুক ভাই কুষ্টিয়ার ৪ আসনের খোকসা উপজেলাতে সুফি ফারুকের পেশা পরামর্শ সভার আওতায় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে সম্পূর্ণ ফ্রি সেলাই প্রশিক্ষণের আয়োজন করেছেন। যাতে করে গ্রামের মা-বোনেরা স্বাবলম্বী হতে পারে। সুফি ফারুকের পেশা পরামর্শ সভার আওতায় এ পর্যন্ত বেশ কয়েকটি টিমের প্রশিক্ষণ শেষ হয়েছে। এখনো বেশ কিছু এলাকায় এ প্রশিক্ষণ চলছে। আজ থেকে আরো দুইটি এলাকায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হলো। প্রশিক্ষণের পরে যাদের নিজস্ব সেলাই মেশিন কেনার মতো সামর্থ্য নেই তাদের জন্য সুফি ফারুক ভাই ‘শেখ হাসিনা কমিউনিটি সেলাই কেন্দ্র’ তৈরির প্রকল্প গ্রহণ করেছে। যেখানে কাজ করে প্রশিক্ষণ গ্রহণকারীরা নিজস্ব সেলাই মেশিন কিনতে পারবে।
তিনি আরো বলেন, খানপুর থেকে আমাদের কাছে সেলাই প্রশিক্ষণ শেষে বিউটিশিয়ান প্রশিক্ষণের আবদার করেছে। আমরা সেখানে সেলাই প্রশিক্ষণ শেষে বিউটিশিয়ান প্রশিক্ষণও দেবো ইনশাল্লাহ্।

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সেনাবাহিনীর সার্জেন্ট অফিসার সাজেদুল ইসলাম সাজিদ বলেন, এরকম একটি উদ্যোগ হাতে নেয়ার জন্য কুষ্টিয়ার মাটি ও মানুষের নেতা সুফি ফারুক ইবেন আবুবকর ভাইকে ধন্যবাদ জানাই। তার এ মহৎ উদ্যোগের কারণে কুষ্টিয়ার খোকসা ও কুমারখালী উপজেলার গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীরা স্বাবলম্বী হবেন। নারীরা যে পরিবারের বোঝা এমন কথা শুনতে হবে না তাদের। প্রশিক্ষণ শেষে এসব গ্রামীণ অবহেলিত নারী তাদের পরিবারে সাহায্য করতে পারবেন। আমি আশা করি সুফি ফারুক ভাইয়ের পেশা পরামর্শ সভার আওতায় এলাকার সুবিধা বঞ্চিত মা ও বোনেরা স্বাবলম্বী হয়ে উঠুক। সেই সাথে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়তে সহায়ক হোক। পরিশেষে আমি আবারো এমন মহৎ উদ্যোগ নেয়ার জন্য সুফি ফারুক ভাইকে ধন্যবাদ জানাই।
প্রশিক্ষণ গ্রহণকারী মোছা. রিয়া খাতুন বলেন, কুষ্টিয়ার ৪ আসনের খোকসাতে সুফি ফারুক ভাইয়ের পেশা পরামর্শ সভার আওতায় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে ফ্রি সেলাই প্রশিক্ষণ আমাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। তাই আমি এ প্রশিক্ষণ গ্রহণ করতে এসেছি। আমার মতো অনেক নারীরা এ প্রশিক্ষণে অংশ নিয়েছে। আশা করি এ প্রশিক্ষণ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এবং সেই সঙ্গে নিজে স্বাবলম্বী হয়ে পরিবারেও সাহায্য করতে পারবো।

আরেক প্রশিক্ষণ গ্রহণকারী কলপাড়া গ্রামের মোছা. মালা খাতুন বলেন, সুফি ফারুকের পেশা পরামর্শ সভার আওতায় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে সম্পূর্ণ ফ্রি সেলাই প্রশিক্ষণ প্রদান করছে। এখানে এক মাস থেকে ৩ মাস পর্যন্ত প্রশিক্ষণে নিত্য প্রয়োজনীয় পোশাকের ২৫টি আইটেম বানানো শিখাতে পারবো। প্রশিক্ষণটি এলাকার মা-বোনেদের স্বাবলম্বী হতে সহায়তা করবে পাশাপাশি পরিবারকে সহযোগিতা করতে সাহায্য করবে।
কোমরভোগ খালপাড়া সমন্বয়কারী মো. কবিরুল ইসলামের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলার সহ-সমন্বয়কারী ইশারত ইসলাম রনি, কলপাড়ার সমন্বয়কারী রন্জু আহম্মেদসহ খাল পাড়া, কলপাড়া ও খানপুর গ্রামের অনেকে।
[ খোকসার কোমরভোগ খালপাড়া ও খানপুরে ফ্রি দর্জি প্রশিক্ষণের উদ্বোধন ]
আরও পড়ুন :
- সুফি ফারুক এর কুমারখালী-খোকসার কার্যক্রম
- কোমরভোগ খালপাড়া প্রাথমিক বিদ্যালয়