বেশ তো তাই হোক গানটি লিখেলিছেন পুলক বন্দ্যোপাধ্যায়। মান্না দে নিজে সুর করেছিলেন, কণ্ঠও দিয়েছিলেন। মান্না দে ও পুলক বন্দ্যোপাধ্যায় জুটির খুবই জনপ্রিয় একটি গান। সেই সময়ের আধুনিক বাংলা গান হিসেবে কথার আন্দাজও আধুনিক।
![Pulak Bandyopadhyay বেশ তো তাই হোক [ গানের বানী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ 2 বেশ তো তাই হোক- পুলক বন্দ্যোপাধ্যায় [ Besh to tai hok - Pulak Bandyopadhyay & Manna Dey ]](https://sufifaruq.com/wp-content/uploads/1810/02/Pulak_Bandyopadhyay-240x300.jpg)
বেশ তো তাই হোক lyrics [ besh to tai hok lyrics ]
বেশ তো, তাই হোক,
দেখা নয়, নাই হোক,
অমনি ফুরাবে সব মানি না তা মানি না।
যে মন, দিয়েছে
আর যে মন, দিয়েছে
কি করে ফেরাবে তাকে, জানি তা জানি না
বেশ তো, তাই হোক।
প্রেম চিরদিনই কাঁদিয়ে গেছে,
কেঁদেছে মানুষ তবু ভালতো বেসেছে (২)
চোখের আড়ালে, কাউকে হারালে
সেও যাবে চলে
তা মানি না, তা মানি না।
বেশ তো, তাই হোক।
নিয়তি সবার বড়, মানবনা তাই কিছুতেই,
প্রেমের চেয়েও বড়, এ জগতে আর কিছু নেই (২)
বহু সাধনাতে, পেয়েছি তাকে,
সে যে অনেক আঘাত সয়ে, বুক ভরে থাকে (২)
নিঠুর বিধাতা, দিক যত ব্যথা
এই শেষ কথা
তা মানি না, তা মানি না।
বেশ তো, তাই হোক,
দেখা নয়, নাই হোক।
অমনি ফুরাবে সব, মানি না তা, মানি না।
বেশ তো, তাই হোক।
![hqdefault 10 বেশ তো তাই হোক [ গানের বানী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ 3 পদ্মভূষণ কণ্ঠশিল্পী মান্না দে । Pavmabhushan](https://sufifaruq.com/wp-content/uploads/2021/10/hqdefault-10-300x225.jpg.webp)
আরও দেখুন:
বেশ তো তাই হোক-