[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

মাজগ্রাম গ্রাম, শিলাইদহ ইউনিয়ন, কুমারখালী উপজেলা

মাজগ্রাম গ্রামটি কুষ্টিয়া জেলার, কুমারখালী উপজেলার, শিলাইদহ ইউনিয়নের একটি গ্রাম।

 

মাজগ্রাম গ্রাম

মাজগ্রাম গ্রাম, কমিউনিটি সেলাই কেন্দ্র’র কার্যক্রম শুরু:

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে কমিউনিটি সেলাই কেন্দ্র’র কার্যক্রম শুরু। কুমারখালী-খোকসার নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সুফি ফারুক-এর উদ্যোগে শিলাইদহ ইউনিয়ন-এর মাজগ্রামে শুরু হয়েছে কমিউনিটি সেলাই কেন্দ্র’র কার্যক্রম।

 

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে কমিউনিটি সেলাই কেন্দ্র'র কার্যক্রম শুরু
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে কমিউনিটি সেলাই কেন্দ্র’র কার্যক্রম শুরু

সুফি ফারুক-এর পেশা পরামর্শ সভার আওতায়, দীর্ঘ ৩ মাসের দর্জি প্রশিক্ষণ শেষে, দরিদ্র মা-বোনদের মধ্যে যাদের নিজেদের মেশিন কিনে নেবার সামর্থ্য নেই তাদের জন্য তৈরি করা হয় ‘কমিউনিটি সেলাই কেন্দ্র’। একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে, সুফি ফারুক-এর পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী সেলাই মেশিন স্থাপন করা হয়। শর্ত থাকে উক্ত মেশিন সবাই মিলে ব্যবহার করবেন। কেউ নিজে মেশিন তার বাড়িতে নিয়ে যেতে পারবেন না। কাজ করে পরিমাণ মত পুঁজি সঞ্চয় করার পরে, তারা তাদের নিজেদের সেলাই মেশিন কিনে নেবেন।

 

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া গ্রামে শেখ হাসিনা কমিউনিটি সেলাই কেন্দ্র'র কার্যক্রম শুরু | Sheikh Hasina Community Sewing Centre.

 

ইতিমধ্যে বিভিন্ন সেলাই কেন্দ্র থেকে কাজ করে, আয় করে, নিজেদের পুঁজি তৈরি করে, নিজেদের সেলাই মেশিন কিনে স্বাবলম্বী হয়েছেন অনেকেই।

বিগত ১৮ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে কমিউনিটি সেলাই কেন্দ্র’র কার্যক্রম শুরু করা হয়। সেলাই মেশিন স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রকল্প সমন্বয়কারী আশরাফুননাহার শিল্পী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ দত্ত, কুমারাখালী গুরুকুলের সমন্বয়কারী সাবেক ছাত্রলীগ নেতা শিলাইদহ মহিলা কলেজের প্রভাষক আব্দুস সালাম।

Shelai Proshikkhon Machgram Shelaidah 14 মাজগ্রাম গ্রাম, শিলাইদহ ইউনিয়ন, কুমারখালী উপজেলা
পেশা পরামর্শ সভার আওয়ায় সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। মাজগ্রাম, শিলাইদহ ইউনিয়ন, কুমারখালী।

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে  কমিউনিটি সেলাই কেন্দ্র’র কার্যক্রম শুরু

 

মাজগ্রাম / মাছগ্রামে সুফি ফারুক এর পেশা পরামর্শ সভার দর্জি প্রশিক্ষণ সমাপনী

 

২ নং শিলাইদহ ইউনিয়নের মাছগ্রামে সুফি ফারুক এর পেশা পরামর্শ সভার দর্জি প্রশিক্ষণ সমাপনী

মাছগ্রামে সুফি ফারুক এর পেশা পরামর্শ সভার দর্জি প্রশিক্ষণ সমাপনী : নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কুষ্টিয়ার কুমারখালীতে সুফি ফারুকের পেশা পরামর্শ সভার অধীনে চলছে দর্জি প্রশিক্ষণ কার্যক্রম। উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাছগ্রামে দর্জি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে সুফি ফারুক বলেন, নারী ক্ষমতায়নে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া জরুরি। আর সে কারণেই তাদের জন্য এই দর্জি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

পেশা পরামর্শ সভার আওয়ায় সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। মাছগ্রাম, শিলাইদহ ইউনিয়ন, কুমারখালী।
পেশা পরামর্শ সভার আওয়ায় দর্জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। মাছগ্রাম, শিলাইদহ ইউনিয়ন, কুমারখালী।

মাছগ্রামে সুফি ফারুক এর পেশা পরামর্শ সভার দর্জি প্রশিক্ষণ সমাপনী

পেশা পরামর্শ সভার পরিচালক সুফি ফারুক জানান, আমরা নারীদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে পেশা পরামর্শ সভা কার্যক্রমের আওতায় দর্জি  প্রশিক্ষণ প্রদান করেছি। কিন্তু বাস্তবতা হলো, এই নারীদের অনেকেই অর্থের অভাবে সেলাই মেশিন কিনতে অক্ষম। আর সে কারণেই এই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের প্রতি ৫০ জনের জন্য একটি করে কমিউনিটি সেলাই কেন্দ্র তৈরির প্রকল্প গ্রহণ করা হয়। এখানে এসে নারীরা নিজেদের মতো করে সেলাই করবে। সেই সেলাই থেকে উপার্জনের সম্পূর্ণ অর্থ তারা নিয়ে যাবে। আর এর মাধ্যমে তাদের সঞ্চয় থেকে একসময় সেলাই মেশিন কিনে নিজেই স্বাবলম্বী হবে।

 

পেশা পরামর্শ সভার আওয়ায় সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। মাজগ্রাম, শিলাইদহ ইউনিয়ন, কুমারখালী।
পেশা পরামর্শ সভার আওয়ায় সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। মাজগ্রাম, শিলাইদহ ইউনিয়ন, কুমারখালী।

পেশা পরামর্শ সভা কুমারখালী উপজেলার সমন্বয়কারী আব্দুল সালাম বলেন, সুফি ফারুক ভাই কুষ্টিয়ার ৪ আসনের কুমারখালীতে সুফি ফারুকের পেশা পরামর্শ সভার আওতায় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে সম্পূর্ণ ফ্রি সেলাই প্রশিক্ষণ প্রদান করছেন। এখানে প্রশিক্ষণের পর যাদের নিজস্ব সেলাই মেশিন কেনার মতো সামর্থ্য নেই তাদের জন্য সুফি ফারুক ভাই ‘কমিউনিটি সেলাই কেন্দ্র’ তৈরির প্রকল্প গ্রহণ করেছে। যেখানে কাজ করে প্রশিক্ষণ গ্রহণকারীরা নিজস্ব সেলাই মেশিন কিনতে পারে। উপহার হিসেবে সুফি ফারুক ভাই কুষ্টিয়ার ৪ আসনের বিভিন্ন গ্রামে এ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

দর্জি প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষক শিল্পি আপা বলেন, কুষ্টিয়ার ৪ আসনের কুমারখালীতে সুফি ফারুকের পেশা পরামর্শ সভার আওতায় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে সম্পূর্ণ ফ্রি দর্জি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই প্রশিক্ষণ পর্বে প্রশিক্ষণার্থীরা নিত্য প্রয়োজনীয় পেশাকের নূন্যতম ২০ টি আইটেম ও সর্বোচ্চ ৩২ টি আইটেম বানানো শিখেছে। মাপ নেয়া, কাটিং থেকে শুরু করে দর্জির কাজের বিস্তারিত তারা শিখছে। এই কাজগুলো শেখার জন্য এক মাস থেকে ৩ মাস পর্যন্ত প্রতিজন শিক্ষার্থীকে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হয়। প্রথম ধাপের প্রশিক্ষণ সফল ভাবে শেষ করার পর তারা শুধুমাত্র বাড়ির প্রয়োজনই নয়, নিজের অর্থসংস্থানের উপায় হিসেবে এই দক্ষতা আজীবন কাজে লাগাতে পারবে তারা।

মাছগ্রামে পেশা পরামর্শ সভার সেলাই প্রশিক্ষণ সমাপনী
পেশা পরামর্শ সভার আওয়ায় সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। মাজগ্রাম, শিলাইদহ ইউনিয়ন, কুমারখালী।

কমিউনিটি সেলাই কেন্দ্রের প্রশিক্ষণ গ্রহণকারী মোছা. নারগিস খাতুন বলেন, কুষ্টিয়ার ৪ আসনের কুমারখালীতে সুফি ফারুক ভাইয়ের পেশা পরামর্শ সভার আওতায় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে ফ্রি দর্জি প্রশিক্ষণ গ্রহণ করেছি যা আমাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। আমি এই প্রশিক্ষণ পর্বে কাপড়ের মাপ নেয়া, কাটিং থেকে শুরু করে দর্জি কাজের বিস্তারিত শিখেছি।

কমিউনিটি সেলাই কেন্দ্রের আরেক প্রশিক্ষণ গ্রহণকারী মোছা: শারমিন খাতুন বলেন, কুষ্টিয়ার ৪ আসনের কুমারখালীতে সুফি ফারুকের পেশা পরামর্শ সভার আওতায় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে সম্পূর্ন ফ্রি দর্জি প্রশিক্ষণ প্রদান করছেন। এখানে এক মাস থেকে ৩ মাস পর্যন্ত প্রতিজন শিক্ষার্থী নিয়মিত প্রশিক্ষণ নিয়ে আসছে। এই প্রশিক্ষণ পর্বে নিত্য প্রয়োজনীয় পোশাকের নূন্যতম ২০ থেকে সর্বোচ্চ ৩২টি আইটেম বানানো শিখানো হয়েছে।

 

মাজগ্রাম / মাছগ্রামে পেশা পরামর্শ সভার দর্জি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের বিস্তারিত ছবি:

 

 

 

আরও পড়ুন: