মুসকান আমাদের বোন, আপনাদের না !
৫ই মে ২০১৩ শাপলা চত্বরে হেফাজত নাদিয়া ছাড়াও ৩ জন নারী সাংবাদিককে শারিরীক ভাবে লাঞ্ছিত করেছিলো।
শুধুমাত্র দায়িত্ব পালন করতে গিয়েই এই অবস্থা।
তাদের কেউ যদি গেরুয়া পরে “জয় শ্রীরাম” স্লোগান দিতো?
যে হেফাজত মেয়েদের লেখাপড়া বন্ধ করতে চায়, মেয়েদের কাজ করাকে জেনা বলে, সেই হেফাজত সমর্থক হয়ে কোন মুখে “মুসকান” এর এই ইস্যুতে কথা বলেন?
হিন্দুত্ববাদী খচ্চরগুলো মুসকানকে বিদ্যাপীঠে যাবার রাস্তায় উত্যক্ত করেছে। আর আপনারা তো তাকে বিদ্যাপীঠেই যেতে দিতে চান না। বোরখার প্রশ্ন তো আসবে স্কুলে যেতে দেবার পর।
মুসকান আপনাদের কে? মুসকান তো আপনার পক্ষের না। আপনি তো মুসকানের প্রতিপক্ষ। মুসকানের যুদ্ধই তো আপনার আয়নার মধ্যের চেহারাটার বিরুদ্ধে, আপনার কদাকার চিন্তার বিরুদ্ধে।
মুসকান আমাদের বোন।
কারণ আমরাই চাই তার স্বপ্ন পুরন হোক, সে ডাক্তার হোক। আমরা যেমন বোরখা পরা মুসকানেরও ভাই, আবার যদি কোনদিন সে নিজের ইচ্ছায় বোরখা না পরতে চায়, সেদিনও ভাই থাকবো।
মুসকান যখন হিন্দুত্ববাদী খচ্চরগুলোকে মোকাবিলা করবে তখন যেমন পাশে থাকবো, তেমনি আমাদের কমিউনিটির খচ্চরদের মোকাবেলা করতেও পাশে থাকবো।
আপনাদের মত সেদিন মুহুর্তে মুসকান আমাদের চোখে **( ম** দিয়ে যেসব গালি দেন)** হয়ে যাবে না।
আরও পড়ুন:
ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতাবাদ, সেক্যুলারিজম – কি, কেন, কিভাবে?