ভৌগলিক অবস্থান:
খোকসা উপজেলার উত্তর দিকে ১০ কিলোমিটার দূরে জয়ন্তীহাজরা ইউনিয়নে রাধানগর গ্রাম অবস্থিত । এর আয়তন ২.১০ বর্গকিলোমিটার।
জনগণ:
এই গ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাস করে । যেমন : কৃষক, চাকরি, ডাক্তার ও জেলে সম্প্রদায়। গ্রামে শিক্ষার হার ৬০% । এই রাধানগর ও মহিষবাথান মিলে ১টি ওয়ার্ড ,ভোটার সংখ্যা ৮৪৬ জন। মোট জন সংখ্যা ১০৫০ জন এবং পরিবার সংখ্যা মোট ২০০ টি। মাধ্যমিক স্কুলের সংখ্যা নাই , সরকারি প্রাথমিক বিদ্যালয় ০১টি, হাফিজায়া মাদ্রাসা ১ টি, মসজিদ ১টি, কবর স্থান ১টি, ঈদগাহ ১টি ।
এডিট- এসএস