সঙ্গীত পরিচালক রাহুল দেব (আর. ডি) বর্মণের ডাক নাম “পঞ্চম”।
পঞ্চম মানে “৫”, সুরের ক্ষেত্রে সপ্তকের পাঁচ নম্বর সুর, মানে “পা” বা “পঞ্চম”।
ছোট বেলায় আর. ডি. নাকি যখনই কাঁদতেন, তখন কান্নার সুর থাকতে সবসময় “পঞ্চমে” বা “পা” তে। এজন্যই বড় বর্মণ (শচীন দেব বর্মণ), ছেলের নাম রেখে দিলেন “পঞ্চম”।
#গানের_টুকরো_গল্প #গান_খেকো