শিলাইদহ ইউনিয়নে সুফি ফারুকের পেশা পরামর্শ সভার দর্জি প্রশিক্ষণের উদ্বোধন : সুফি ফারুকের পেশা-পরামর্শ সভার আওতায় কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া গ্রামে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
পেশা পরামর্শ সভার পরিচালক সুফি ফারুক জানান, বর্তমান সরকার নারী বান্ধব নীতিতে বিশ্বাসী দেশের নারীদের স্বাবলম্বী করে তুলতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করতেই স্থানীয় সরকারের মাধ্যমে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। নারীদের আর কারো মুখাপেক্ষী হতে হবে না।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সচ্ছতার সাথে রাজনীতি করে তাই তৃনমূলের নারীদের ভাগ্যোন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জনগণের ভালবাসা পেতে হলে দেশের উন্নয়ন মূলক কাজ করতে হবে। যারা এতিমের টাকা আত্মসাৎ করেছে তাদের পরিণতি দেখে শিখতে হবে দুর্নীতি করে কেউ আইনের কাছে পার পাবে না। আওয়ামী লীগ জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেনা জনগণের ভাগ্যোন্নয়নের রাজনীতি করে।দেশের উন্নয়নের চাকা সচল রাখতে এবং জননেত্রী শেখ হাসিরা’র হাতকে শক্তিশালী করতে দল ও মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং বার বার নৌকা প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়কে নিশ্চিত করতে হবে।




[ শিলাইদহ ইউনিয়নে সুফি ফারুকের পেশা পরামর্শ সভার সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ]
আরও পাড়ুন: