আমার মান্না দে / প্রবোধ চন্দ্র দে (১৯১৯-২০১৩ ) । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

আমার মান্না দে, আমার একান্ত মান্না একান্তই আমার। প্রেমে, বিরহে, সুরে – আমার মধ্যে অত্যন্ত স্বতন্ত্র এবং প্রতিষ্ঠিত ভাস্কর্য আছে তাঁর। আর ভাস্কর্য বলবো কেন, তার সেই অবয়ব আমার কাছে এখনো জীবন্ত। প্রথম যেদিন ওনাকে স্পর্শ করলাম, সেদিন ছিল আমার জীবনের শ্রেষ্ঠতম আনন্দের দিনের একটি।
আমার মান্না দে। আমাদের মান্না দে।

” ২৪ শে অক্টোবর ২০১৩ তে উনি চলে গেলেন। সেদিন আমার বারবার মনে হচ্ছিল – আজ পর্যন্ত আমার অডিও লাইব্রেরীতে তার ৯ শো গানের ট্যাগ ছিল – Pandit Manna Dey (1919), India (Vocal). আর সেই ট্যাগের মধ্যে -2013 সংখ্যাটা ঢুকে গেল 🙁

আমার মান্না দে

 

চলে গেলেন আমার মান্না দে। আমাদের মান্না দে।

আমার-আমাদের বেড়ে ওঠার প্রতিটা পরতে ছিল তার গান। প্রতিটি সৃতির সাথে জড়িয়ে আছে সেই সুর।
এল পি-র পট পট শব্দের রেকর্ডিং। রাতের পর রাত জেগে শুনেছি। গুনগুন করতে থেকেছি।

একা, বন্ধুদের-সাথে, প্রেমে, বিরহে – সবসময় উনি সঙ্গে ছিলেন।
সেই কিশোর সময় থেকে আজও পর্যন্ত – শুনছি, গাইছি।

কিন্তু আজ যেন কি হচ্ছে। বুঝতে পারছি না।
কি যেন গোলা পাকানো, আটকে আসছে গলার ভিতর .. গান আসছে না … 🙁 ”

এমন করেই ছিলেন মান্নাদে আমাদের কাছে।

 

SufiFaruq.com Logo 252x68 3 আমার মান্না দে / প্রবোধ চন্দ্র দে (১৯১৯-২০১৩ ) । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

মান্না দের আমার প্রিয় সব গান :

 

মান্না দের সুর করা আমার প্রিয় গান:

১. ঠিকানা না রেখে ভালই করেছ বন্ধু (সুর: মান্না দে, বানী: পুলক বন্দ্যোপাধ্যায়, কণ্ঠ: হৈমন্তী শুক্লা)

মান্না দের গান নিয়ে আরও পড়ুন:

 

SufiFaruq.com Logo 252x68 2 আমার মান্না দে / প্রবোধ চন্দ্র দে (১৯১৯-২০১৩ ) । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

সিরিজের বিভিন্ন ধরনের আর্টিকেল সূচি:

Leave a Comment