ইতিহাসের এই দিনে : ২৯ মার্চ

ইতিহাসের এই দিনে : ২৯ মার্চ

 

  • ১৭৭২ সু্ইডেনের বিখ্যাত বুদ্ধিজীবী, রহস্যবাদী দার্শনিক এবং খৃষ্ট ধর্মে সুপন্ডিত এমানুয়েল সুইডেনবার্গ পরলোকগমন করেন।
  • ১৭৯৮ সুইজারল্যান্ড প্রজাতন্ত্র গঠিত হয়।
  • ১৭৯৯ দাসপ্রথা উচ্ছেদে নিউ ইয়র্কে আইন পাস হয়।
  • ১৮০৭ জার্মান জ্যোর্তিবিদ উইলহেম অলবার্স ক্ষুদ্রতম গ্রহ ভেস্টা আবিষ্কার করেন।
  • ১৮৫৭ ব্যারাকপুর সেনা ব্যারাকে মঙ্গল পান্ডে গুলি ছুড়ে সিপাহী বিদ্রোহের সূচনা করেন।
  • ১৯১২ সালের এই দিনে সুমেরু অভিযাত্রী রবার্ট স্কটের মৃত্যু।
  • ১৯২০ মহাত্মা গান্ধীর ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলন শুরু হয়।
  • ১৯২৯ সালের এই দিনে বাঙালি অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক উৎপল দত্তের জন্ম।
  • ১৯৫২ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমীর জন্ম।
  • ১৯৭৩ সর্বশেষ মার্কিন সেনাদলের ভিয়েতনাম ত্যাগ
  • ১৯৭৪ চালকবিহীন মার্কিন নভো অনুসন্ধান যান মেরিনার টেন বুধ গ্রহ ভ্রমণ করে।
  • ১৯৭৮ সাহিত্যিক প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর মৃত্যু।
  • ১৯৮৪ আতাউর রহমান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত।
  • ১৯৯১ বিশ্বের প্রাচীনতম কমিউনিস্ট পার্টি ব্রিটেন কমিউনিস্ট পার্টির নাম বদলে ‘ডেমোক্র্যাটিক লেফট’ রাখা হয়।

 

ইতিহাসের এই দিনে : ২৯ মার্চ

Leave a Comment