আমরা দেশকে প্রচণ্ড ভালোবাসি।
কিন্তু দেশের কোন কিছু সম্পর্কে বিস্তারিত জানতে চাই না, দেশের সমস্যার গভীরে যেতে চাই না। ঠিকমতো জেনে বুঝে একটা গঠনমূলক মতামত বা সিদ্ধান্ত দিতে চাই না।
লোকের কানকথা-স্ট্যাটাস বা হলুদ মিডিয়া রিপোর্ট এর উপর ভিত্তি করে একটা গালি দিয়ে দেশপ্রেমের দায়িত্ব শেষ করি।
এ কেমন ভালোবাসা ?

আমরা প্রচণ্ড ইসলাম প্রেমী।
কিন্তু অন্তত কোরান টাকে ঠিকমতো বুঝে আত্মস্থ করতে চাই না। তাফাক্কুর-তাদাব্বুর করতে চাই না।
ইসলাম মানে শুধুমাত্র কুরআনের গাইডলাইন বললে ক্ষেপে যাই। সাথে হাদিস, সিরাত টানি। কিন্তু হাদিস, সিরাত, তাফসির, সরাহ বা অনন্য সহযোগী কেতাবে কি লেখা আছে, তা মিলিয়ে দেখতে চাই না।
কোন গোষ্ঠী বা আলেমের পক্ষ নিয়ে অন্যকে গালাগালি, মারামারি করে প্রেম প্রদর্শনের মাধ্যমে দায়িত্ব শেষ করি।
এ কেমন প্রেম ?
আরও পড়ুন:
