কবিগুরুর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি

কবিগুরুর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি তার জন্মদিনে।

“যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,”

— তিনি না রইলেও তাঁর সাহিত্যকর্ম হাল ধরে রেখেছে আমাদের সাহিত্যের। আমাদের প্রাণের কবি নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও তাঁর অসামান্য রচনা ও কাজের মধ্যে আজো বেঁচে আছেন আমাদের প্রেরণা দাতা হয়ে।

 

Rabindranath Tagore কবিগুরুর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি

 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অসংখ্য কবিতা, গান, নাটক, উপন্যাস, ছোটগল্প এবং প্রবন্ধ রচনা করে সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। আমাদের প্রতিটি আবেগ আর সূক্ষ্ম অনুভূতিকে স্পর্শ করে আছেন তিনি। শিল্প সাহিত্যের মাধ্যমে আমাদের আবেগ-অনুভূতি প্রকাশের ভাষা দিয়েছেন তিনি। দিয়েছেন নান্দনিক দৃষ্টি; দিয়েছেন সৃষ্টিশীল প্রেরণা। কবির প্রিয় ঋতু ছিল বর্ষা। আর এই বর্ষায় তিনি নেন চিরবিদায়।

আজ ‪বাইশে শ্রাবণ‬। কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। তাঁর স্মৃতির প্রতি রইলো ‪বিনম্র শ্রদ্ধাঞ্জলি‬।

 

কবিগুরুর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি

 

আরও পড়ুন:

Leave a Comment