কাজী নজরুল ইসলামের কবিতা [ Poems of Kasi Nazrul Islam ]’র একটা সংগ্রহশালা [যেগুলো বিশেষ প্রিয় ] তৈরির প্রচেষ্টা শুরু করলাম। দেখা যাক কটা পারি। হাজার জিনিস করতে ইচ্ছে হয়, কিন্তু সময় তো পাই না।
নীচতার চেয়ে নীচ পাপ নাহি আর – কাজী নজরুল ইসলামের কবিতা
বাঁচাও প্রভু উদার।
হে প্রভু! শেখাও – নীচতার চেয়ে
![Kazi Nazrul Islam 2015 08 27w কাজী নজরুল ইসলামের কবিতা [ Poems of Kasi Nazrul Islam ] 2 Kazi Nazrul Islam; কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের কবিতা [ Poems of Kasi Nazrul Islam ]](https://sufifaruq.com/wp-content/uploads/2014/08/Kazi_Nazrul_Islam-2015-08-27w-300x157.png)
যদি শতেক জন্ম পাপে হই পাপী,
যুগ-যুগান্ত নরকেও যাপি,
জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা-
ক্ষমা নাহি নীচতার।।
ক্ষুদ্র করো না হে প্রভু আমার
হৃদয়ের পরিসর,
যেন সম ঠাঁই পায়
শত্রু-মিত্র-পর।
নিন্দা না করি ঈর্ষায় কারো
অন্যের সুখে সুখ পাই আরো,
কাঁদি তারি তরে অশেষ দুঃখী
ক্ষুদ্র আত্মা তার।।
![Kazi Nazrul Islam FB কাজী নজরুল ইসলামের কবিতা [ Poems of Kasi Nazrul Islam ] 1 Kazi Nazrul Islam; কাজী নজরুল ইসলাম](https://sufifaruq.com/wp-content/uploads/2007/02/Kazi_Nazrul_Islam-FB.png)