পেশা পরামর্শ সভা হলো তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর-এর একটি বিশেষ উদ্যোগ, যার মূল লক্ষ্য তরুণদের দক্ষ পেশাজীবী ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।
এই প্রকল্পের মাধ্যমে তিনি একটি শিক্ষিত, দক্ষ, কর্মঠ ও রুচিশীল প্রজন্ম তৈরি করতে চান। সুফি ফারুকের ভাষায়—
“শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পিত জ্ঞানভিত্তিক অর্থনীতিতে আমাদের তরুণদের নিজেকে প্রতিষ্ঠিত করার উপযোগী করে তোলার জন্যই এই উদ্যোগ।”
তিনি বিশ্বাস করেন, দেশকে পরিবর্তন করতে হলে তরুণ প্রজন্মের অগ্রণী ভূমিকা ছাড়া বিকল্প নেই।

🎯 উদ্দেশ্য
- তরুণদের ক্যারিয়ার-সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সমাধান দেওয়া
- প্রতিযোগিতামূলক যুগে জীবনযুদ্ধে কিভাবে টিকে থাকা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা
- সফল পেশাজীবী হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ
- দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা
📝 কেন এই উদ্যোগ?
যথেষ্ট মেধা ও দক্ষতা থাকা সত্ত্বেও সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক তরুণ-তরুণীর ক্যারিয়ার অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
সামান্য কিছু দক্ষতার ঘাটতির কারণেই তারা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়। সেই অভাব পূরণ করতেই এই উদ্যোগ।
📚 প্রশিক্ষণের বিষয়বস্তু
- ক্যারিয়ার পরিকল্পনা ও সঠিক পেশা বেছে নেওয়া
- নিজেকে পেশাজীবী হিসেবে তৈরি করা
- সিভি লেখা ও ইন্টারভিউ দেওয়ার কৌশল
- হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ
- স্কিল অ্যাসেসমেন্ট (Skill Assessment)
- তথ্যপ্রযুক্তি আউটসোর্সিং বিষয়ক কর্মশালা
বর্তমানে এই প্রকল্পের আওতায় পরামর্শ সভা, ক্যারিয়ার গাইড ও ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম কুমারখালী ও খোকসা উপজেলায় চলছে।
👨🏫 কারা পরিচালনা করেন?
- বিভিন্ন খাতের সফল পেশাজীবী
- মানবসম্পদ ব্যবস্থাপনা (HR) প্রশিক্ষকরা
- অধিকাংশ সভায় সুফি ফারুক নিজে উপস্থিত থাকেন
👥 কারা অংশ নিতে পারবেন?
- কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- যেসব তরুণ লেখাপড়া শেষ করে বর্তমানে কর্মহীন অবস্থায় আছেন
💰 অর্থায়ন
- সুফি ফারুকের নিজস্ব তহবিল
- তাঁর আত্মীয়-স্বজনদের সহযোগিতা
- সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহায়তা
💡 বিশেষ দিক
- এই প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি।
- কুষ্টিয়ার কুমারখালী ও খোকসার তরুণ ও শিক্ষার্থীদের জন্য এটি সুফি ফারুকের পক্ষ থেকে উপহার।
📞 যোগাযোগ
- আব্দুস সালাম (কুমারখালী): +8801723043104
- খাইরুল ইসলাম (খোকসা): +8801965113866

1 thought on “কুমারখালী খোকসার জন্য পেশা পরামর্শ সভার যোগাযোগ ও কি, কেন, কোথায়, কারা, কিভাবে?”
Comments are closed.