পণ্ডিত ভীমসেন যোশী – গানের খোঁজে ঘর পালানো [ গানের টুকরো গল্প ]

পণ্ডিত ভীমসেন যোশীর বয়স তখন বড়জোর ১১। ওস্তাদ আব্দুল করীম খাঁ সাহেবের প্রথম রেকর্ড শুনেই – সিদ্ধান্ত নিয়ে নেন। গান শিখলে, এরকমই শিখতে হবে। তার জন্য যা দরকার করতে হবে। জীবনের অনেক সময় (!!) নষ্ট হয়েছে, আর না।

কিন্তু শেখার জন্য – বড় ওস্তাদদের দেখা পাওয়া চাই, তাদের গান শোনা চাই। গাদাগে সেসব কোথায়।

শোনা যেত – গোয়ালিয়র গানের দেশ। সেখানে বড় ওস্তাদরা থাকেন, সারা দিন ভালো গান বাজনা হয়। গান শোনা যায়, রেওয়াজ শোন যায়।

সিদ্ধান্ত নিয়ে নিলেন। যেতে হবে গোয়ালিয়র। সেই সিদ্ধান্ত তো নিজে নিলেই হবে না, বাড়ির সবাই মানতে হবে। বিশেষকরে বাবা এক মত হতে হবে।  কারণ গোয়ালিয়র যাবার অনেক খরচ। সেখানে থাকা খাওয়ার খরচ আছে, গুরুর ফিস আছে। কিন্তু তিনি জানতেন বাবা মানবেন না। তাই অগত্য পালানোর সিদ্ধান্ত নিলেন।

যেমন ভাবনা, তেমন কাজ।

এক চামচ ঘিয়ের জন্য মায়ের সাথে ঝগড়া করে, খালি পেটে, খালি পকেটে – গানের দেশে যাত্রা।
লোকের ফুট ফরমাশ খেটে, ট্রেনের হাজত খেটে, প্রায় ২ মাস পরে গিয়ে পৌঁছান – গোয়ালিয়র। ওস্তাদ হাফিজ আলি খানের কাছে।

দুপুরে এক বেলার খাওয়া, আর সন্ধ্যার পরে গান শোনার সুযোগ।
সময় বয়ে চলে …

প্রতিজ্ঞা একটাই – কষ্ট যতই হোক, খাঁ সাহেবের মত গাইতে হবে 🙂

সেই যাত্রা পণ্ডিত ভীমসেন যোশীকে বহু ঘটনার পরে পৌছে দেয় গোয়ালিয়র, এরপর নানা জায়গায় এমন কি কোলকাতাতেও।

 

SufiFaruq.com Logo 252x68 3 পণ্ডিত ভীমসেন যোশী - গানের খোঁজে ঘর পালানো [ গানের টুকরো গল্প ]

 

আরও পড়ুন:

Leave a Comment