দুর্দান্ত কর্মী, চলনসই কর্মী, অচল কর্মী । পেশা পরামর্শ সভা

দুর্দান্ত কর্মী, চলনসই কর্মী, অচল কর্মী । পেশা পরামর্শ সভা

দুর্দান্ত কর্মী:
যে তার প্রতি অর্পিত প্রতিটি ছোট-বড় কাজ মনে (বা নোট) রাখে। এরপর নিজের দায়িত্বে শিডিউল করে গুরুত্ব অনুযায়ী একে একে শেষ করে কর্তৃপক্ষকে রিপোর্ট করতে থাকে। তাকে বারবার কাজগুলো মনে করিয়ে দিতে হয় না। অতীত কাজের অভিজ্ঞতা সংরক্ষণ করে পরবর্তীতে সেটার পুরটাই ব্যবহার করে একই কাজ খুব দ্রুত শেষ করে (মানে বারবার ক-খ থেকে শুরু করে না)। প্রযুক্তি ব্যবহার করে নিজের দক্ষতা ও কর্মক্ষমতাকে নিয়মিত বাড়াতে থাকে।

চলনসই কর্মী:
যে তার প্রতি অর্পিত প্রতিটি ছোট-বড় কাজ মনে (বা নোট) রাখে। কিন্তু নিজের দায়িত্বে শিডিউল করে গুরুত্ব অনুযায়ী একে একে শেষ করে কর্তৃপক্ষকে রিপোর্ট করতে পারে না। তাকে মনে করিয়ে দিতে হয়। অতীত কাজের অভিজ্ঞতার আংশিক ব্যবহার করতে পারে। প্রযুক্তি ব্যবহারে সক্ষম হলেও নিজের দক্ষতা ও কর্মক্ষমতাকে নিয়মিত বাড়াতে পারে না।

অচল কর্মী:
যে তার প্রতি অর্পিত বেশিরভাগ কাজ মনে (বা নোট) রাখতে পারে না। বারবার তাকে মনে করিয়ে দিতে হয়। অতীত কাজের কোন অভিজ্ঞতা ব্যবহারে অক্ষম (বারবার ক-খ থেকে শুরু করে)। একই ধরনের প্রযুক্তিতে বারবার অন্যের সহায়তা নেয়।

দুর্দান্ত কর্মী অনেক কম পরিশ্রমে অনেক বেশি কাজ করে। অচল কর্মী পশুর মতো খেটেও খুব বেশি ফল দিতে পারে না।
দিন শেষে কর্তৃপক্ষ দেখে মোট ফল, মোট পরিশ্রম না।

 

 

 

এডিট- এসএস