ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা হল দ্বিজেন্দ্রলাল রায় কর্তৃক বাংলা ভাষায় রচিত ও সুরারোপিত একটি গান (দ্বিজেন্দ্রগীতি)। আমাদের এই বসুন্ধরা হল দ্বিজেন্দ্রলাল রায় কর্তৃক বাংলা ভাষায় রচিত ও সুরারোপিত একটি গান (দ্বিজেন্দ্রগীতি)।
![Dwijendra Lal Roy ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা [ গানের বানী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ 2 ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা [ Dhono dhanno pushpo bhora ] - দ্বিজেন্দ্রলাল রায় [ D. L. Ray ]](https://sufifaruq.com/wp-content/uploads/2009/02/Dwijendra_Lal_Roy-231x300.jpg)
ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা [ Dhono dhanno pushpo bhora ]
কথা : দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই, ১৮৬৩ – ১৭ মে, ১৯১৩)
ধন ধান্য পুষ্প ভরা,
আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক,
সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ,
স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি …
চন্দ্র সূর্য গ্রহ তারা,
কোথায় উজল এমন ধরা
কোথায় এমন খেলে তড়িৎ,
এমন কালো মেঘে
তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে,
পাখির ডাকে জেগে।
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি …
এত স্নিগ্ধ নদী কাহার,
কোথায় এমন ধূম্র পাহাড়।
কোথায় এমন হরিৎক্ষেত্র,
আকাশ তলে মেশে।
এমন ধানীর উপর ঢেউ খেলে.
যায় বাতাস তাহার দেশে।
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি …
পুষ্পে পুষ্পে ভরা সাথী,
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি।
গুনজনিয়া আসে অলি,
কুঞ্জে কুঞ্জে ধেয়ে।
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে,
ফুলের মধু খেয়ে
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি …
ভায়ের মায়ের এত স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ।
ওমা তোমার চরণ দুটি,
বক্ষে আমি ধরি
আমার এই দেশেতে জন্ম যেন,
এই দেশেতেই মরি।
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি …
![Agriculture of Bangladesh ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা [ গানের বানী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ 3 Agriculture of Bangladesh ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা [ গানের বানী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ](https://sufifaruq.com/wp-content/uploads/2021/06/Agriculture-of-Bangladesh-300x177.jpg)
দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় এর গাওয়া [ Dhono dhanno pushpo bhora ]:
হেমন্ত মুখোপাধ্যায় এর গাওয়:
![radhanagar village ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা [ গানের বানী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ 4 radhanagar village ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা [ গানের বানী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ](https://sufifaruq.com/wp-content/uploads/2018/04/radhanagar-village-300x108.jpg)
আরও পড়ুন:
![ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা Dhono dhanno pushpo bhora – দ্বিজেন্দ্রলাল রায় D. L. Ray ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা [ গানের বানী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ 1 ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা [ Dhono dhanno pushpo bhora ] – দ্বিজেন্দ্রলাল রায় [ D. L. Ray ]](https://sufifaruq.com/wp-content/uploads/2008/02/ধন-ধান্য-পুষ্প-ভরা-আমাদের-এই-বসুন্ধরা-Dhono-dhanno-pushpo-bhora-–-দ্বিজেন্দ্রলাল-রায়-D.-L.-Ray-.jpg)