বর্তমান তরুন প্রজন্ম জানে কি তাদের দায়িত্ব ও কর্তব্য। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি একটি বিশেষ রাজনৈতিক দলের মদদ নিয়ে এই বাংলাদেশে ক্ষমতার সাধ পেলেও আমরা কখনো তাদের ক্ষমা করে দেইনি। শেষ বিজয়ের দাঁড় প্রান্তে এসে একটি কথায় বলার আছে আর তা হল বাংলাদেশের সামনের দিনের পথ চলার শক্তি এই মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী তরুণরাই।
তারুণ্যের জয় হোক।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।।
