বিবেকের দরজাটা সবসময় খোলা না রাখলেও, কালে ভাদ্রে এক-দুবার খুলুন !!!

বিবেকের দরজাটা সবসময় খোলা না রাখলেও, কালে ভাদ্রে এক-দুবার খুলুন !!!

আপনি তথ্য প্রযুক্তি শিক্ষিত সচেতন নাগরিক।
ইন্টারনেটে বসে, আওয়ামী লীগের সব সরকারের দায়িত্বহীনতার ফিরিস্তি গাইছেন।

বিবেকের দরজাটা সবসময় খোলা না রাখলেও, কালে ভাদ্রে এক-দুবার খুলুন !!! - তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ
তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ

ভক্তদের লাইক কমেন্টে পুলকিত বোধ করছেন।
এর মধ্যে একটু সময় করে চলেন- আপনার এই তথ্য প্রযুক্তি খাতে দায়িত্বের ফিরিস্তি একটু দেখি।

আওয়ামী লীগ সরকারের দায়িত্ব ছিল:
– কম্পিউটারকে শুল্ক মুক্ত করা।
– তথ্য প্রযুক্তি ব্যবসাকে শুল্ক মুক্ত করা।
– মোবাইল মনোপোলি ভেঙ্গে দেয়া।
– ডিজিটাল বাংলাদেশের মতো একটি জাতিয় ক্যাম্পেইন।
– গ্রামে গ্রামে তথ্য প্রযুক্তি-সেবা পৌঁছে দেয়া।
আপনার কমেন্ট : বাংলাদেশের তথ্য প্রযুক্তির পক্ষে এসব নীতি+কাজ, আওয়ামী লীগ সরকারের দায়িত্ব ছিল। এর জন্য কোন বিশেষ ধন্যবাদ প্রাপ্য নায়। এ দেখিয়ে কি সারা জীবন ক্ষমতায় থাকতে চান?

অপরদিকে-
বিনা মূল্যে বিশ্ব ইন্টারনেট ব্যাকবোনে যুক্ত হবার সুযোগ কাজে লাগানো – বিএনপি সরকারের দায়িত্ব তো ছিল না !!!
কিছু মৌলবাদী আমলার কথায়, বাংলাদেশকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা – বিএনপির দায়িত্বহীনতা ছিল না !!!
আপনার কমেন্ট : বিএনপি সরকারের তথ্যপ্রযুক্তি বিরোধী অবস্থান – এরকম কিছু তো আমাদের মনে পড়ে না !!!

বাহরে সচেতন নাগরিক!!!
তথ্য প্রযুক্তির সাধারণ ভোক্তারা হয়ত বিস্মৃতপরায়ণ। মনে রাখতে পারে না।
কিন্তু যারা এই তথ্য প্রযুক্তি দিয়েই দুটো করে খান, নিজেদের সচেতন বলে ক্লেইম করেন, তরা এত সহজে ভুলে যান কিভাবে?

আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই ইতিহাস বলে আওয়ামী লীগকে সারা জীবন ক্ষমতায় রাখার দাবি করবো না।

আওয়ামী লীগ সরকারের নীতির কারণে বাংলাদেশের তথ্য প্রযুক্তি আজ এতদূরে এসেছে বলে, আপনাকে ইন্টারনেট ছেড়ে দিতেও বলবো না।

শুধু বলব – শুধুমাত্র বিদ্বেষ দিয়ে না, অতীত-বর্তমানটাকে মাঝেমধ্যে বিবেক দিয়ে বিচার করুন। বিবেকের দরজাটা সবসময় খোলা না রাখলেও, কালে ভাদ্রে এক-দুবার খুলুন। বন্ধ রাখতে-থাকতে, চিরস্থায়ী বন্ধ হয়ে যাবে যে !!!

[ বিবেকের দরজাটা সবসময় খোলা না রাখলেও, কালে ভাদ্রে এক-দুবার খুলুন !!! ]

 

Leave a Comment