ভাঁড়রা গ্রাম – ৬ নং চাপড়া ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ৬ নং চাপড়া ইউনিয়নের ভাঁড়রা গ্রাম একটি প্রাচীন ও কৃষিনির্ভর জনপদ। গ্রামটির অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত; ধান, পাট, শাকসবজি ও বিভিন্ন রবি ফসল চাষ এখানকার প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড। কৃষির পাশাপাশি গবাদিপশু পালন, হাঁস-মুরগি ও মাছ চাষও গ্রামের মানুষের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাঁড়রা গ্রামে কয়েকটি মসজিদ ও মক্তব রয়েছে, যা ধর্মীয় ও সামাজিক জীবনে প্রাণের সঞ্চার করে। স্থানীয় শিক্ষার্থীরা নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। গ্রামীণ পরিবেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ঈদ, নবান্ন উৎসব ও লোকজ সংস্কৃতি এখনো জীবন্ত। গ্রামের চারপাশে বিস্তৃত সবুজ মাঠ, খাল-বিল ও পুকুর এর প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। চাপড়া ইউনিয়নের অন্যান্য গ্রামের মতো ভাঁড়রার মানুষও পরিশ্রমী ও অতিথিপরায়ণ। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও গ্রামীণ অবকাঠামো নির্মাণের ফলে বর্তমানে গ্রামটি কুষ্টিয়ার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত।

 

ভাঁড়রা গ্রাম

ভাঁড়রা গ্রামে সুফি ফারুক ইবনে আবুবকর এর কার্যক্রম:

ভাঁড়রা গ্রামের, ভাঁড়রা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়- ২৭.০৯.২০১৭

২৭.০৯.২০১৭ তারিখে কুমারখালী উপজেলার, ভাঁড়রা ইউনিয়নের, ভাঁড়রা গ্রামের, ভাঁড়রা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশের মুসলিমদের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা নিয়ে পৌঁছান কুষ্টিয়া বাংলাদেশ আওয়ামীলীগ কুষ্টিয়া ইউনিটের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক।

পূজা উদযাপন কমিটিকে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে নগদ অর্থের শুভেচ্ছা টোকেন হস্তান্তর করা হয়। উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি: সুভাস সরকার (মদন) (মোবাইল: ০১৯৯৩৫৮৩৩৪৫) ও সাধারণ সম্পাদক: মাইশ্য দাশ (মোবাইল: ০১৯৬৫৮৪৯০০৯)।

বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে সব ধরনের বিশ্বাসীদের বাংলাদেশের মাটিতে শান্তির সাথে ও নির্ভয়ে তাদের আচার অনুষ্ঠান পালন করার স্বাধীনতা ও স্বস্তি নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

[ ভাঁড়রা গ্রামের, ভাঁড়রা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ]

ছবি গ্যালারী:

 

 

আরও দেখুন: