শ্রোতা সহায়িকা নোট সিরিজে আজকের রাগ – রাগ দেশ। এই আর্টিকেলটির উন্নয়ন কাজ চলমান রয়েছে। আপডেট পেতে আবারো আসার আমন্ত্রণ রইলো।

রাগ দেশ
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এর গাওয়া ‘পথ ছাড়ো ওগো শ্যাম” গানটি দেশ রাগের উপরে বাঁধা। দেশ রাগ হল এক প্রকার হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের রাগ। এটি খম্বাজ ঠাটের অন্তর্ভুক্ত। এতে আরোহণ ও অবরোহণ দুই নিষাদই ব্যবহৃত হয়।
ঠাট-খাম্বাজ।
জাতি-সম্পূর্ন।
বাদী-রে। সম্বাদী-পা।
সময়-মধ্যরাত্রি।
দেশ রাগ ঔড়ব-সম্পূর্ণ প্রকৃতির। এর আরোহণে পাঁচটি নোট ব্যবহৃত হয়, কিন্তু অবরোহণে সাতটি নোটই ব্যবহৃত হয়। আরোহণে শুদ্ধ ‘নি’ এবং অবরোহণে কোমল ‘নি’ ব্যবহৃত হয়। বাকি স্বরগুলো শুদ্ধ।
আরোহণ: নি সা রে, মা পা নি, সা।
অবরোহণ: সা নি ধা, পা ধা মা গা রে, পা মা গা, রে গা নি সা।
পকড়: রে, মা পা নি, সা রে নি ধা পা, মা গা রে।
বাদীস্বর: রে
আরোহ-আবরোহ এই লিঙ্ক গুলোতে গিয়ে শুনে নিতে পারেন । লিংক ১ ।
কাজী নজরুল ইসলামের রাগ দেশ:
নজরুলের অনেক গান রাগাশ্রয়ী। নির্দিষ্ট রাগের আশ্রয়ে যে গানগুলোতে সুর করা হয়েছে, সেগুলোর পুরো সুরে রাগের অবয়ব বজায় রাখার চেষ্টা থেকেছে; খুব বেশি রাগভ্রষ্ট হয়নি। তাই নজরুলের গানগুলো কান তৈরিতে বেশি উপযোগী বলে আমার কাছে মনে হয়।
১. বলরে জবা বল
২. পিয়া পিয়া পিয়া পাপিয়া পুকারে
কবিগুরু রবীন্দ্রনাথের গানে রাগ দেশ:
কবিগুরু তার অনেক কম্পোজিশনে প্রচলিত রাগের আশ্রয় নিলেও অনেক সময় রাগের কাঠামোতে তিনি আটকে থাকতে চাননি। তাঁর সুরের পথ রাগের বাইরে চলে গেছে প্রায়শই। আমার কাঁচা কান যা বলে, তাতে বিশুদ্ধ রাগাশ্রয়ী গান হিসেবে তাঁর গান অনেক ক্ষেত্রেই খুব ভালো উদাহরণ নয়।
১. কোথায় আলো, কোথায় ওরে আলো! (রাগ: দেশ, তাল: ঝম্পক, রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৬, রচনাকাল (খৃষ্টাব্দ): 1909, রচনাস্থান: শান্তিনিকেতন, স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী, ঋদিনেন্দ্রনাথ ঠাকুর)
২. অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে (রাগ: দেশ, তাল: দাদরা, রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ অগ্রহায়ণ, ১৩২৯, রচনাকাল (খৃষ্টাব্দ): 1922, স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর)
৩. তাই তোমার আনন্দ আমার ‘পর (রাগ: দেশ, তাল: দাদরা, রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ আষাঢ়, ১৩১৭, রচনাকাল (খৃষ্টাব্দ): 1910, রচনাস্থান: জানিপুর, স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী)
আধুনিক গানে দেশ:
১.
ভজনে দেশ:
১.
অন্যান্য:
যন্দ্রে দেশ:
সেতার:
১. ইমদাদখানী ঘরানার শহীদ পারভেজ খানের সেতারে – দেশ।
সরদ:
১.মাইহার ঘরানার খলিফা ওস্তাদ আলী আকবর খানের সরদে- দেশ।
২. পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তের সরদে- দেশ।
খেয়াল:
১. রামপুর সহসওয়ান ঘরানার ওস্তাদ রশিদ খানের – দেশ
২. আমীর খান সাহেব এর- দেশ।
৩. পণ্ডিত কুমার গান্ধর্বের কেদার – দেশ।
৪. জয়পুর ঘরানার শিল্পী কিশোরী আমনকারের গলায় – দেশ
৫. পণ্ডিত মুকুল শিবপুত্রের- দেশ।
৬. বিদুষী শোভা মুডগালের- দেশ।
টিউটোরিয়াল:
যেকোনো রাগের স্বরের চলাফেরা বোঝার জন্য ২/৫ টি স্বর-মালিকা বা সারগম-গীত শোনা দরকার। স্বর মল্লিকার পাশাপাশি দু একটি লক্ষণ গীত (বা ছোট খেয়াল) শুনলে সহজ হতে পারে। লক্ষণ গীত মূলত শেখানো হয় রাগের লক্ষণগুলো সহজে ধরতে। লক্ষণ গীত ছোট খেয়াল প্রায় একই কাজ করে। অনলাইনে অনেক গুলো আছে। একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। স্যাম্পল হিসেবে নিচের দুটো লিংক দেয়া হল।
১. রাগ দেশ স্বরমল্লিকা।
২. এনিসিআরটির টিউটোরিয়াল।
রিলেটেড রাগ:
দেশ সম্পর্কে আরও জানার জন্য:
২. অটোমেটেড ট্রান্সক্রিপশন প্রজেক্ট এর কেদার
সিরিজের বিভিন্ন ধরনের আর্টিকেল সূচি:
Declaimer:
শিল্পীদের নাম উল্লেখের ক্ষেত্রে আগে জ্যৈষ্ঠ-কনিষ্ঠ বা অন্য কোন ধরনের ক্রম অনুসরণ করা হয়নি। শিল্পীদের সেরা রেকর্ডটি নয়, বরং ইউটিউবে যেটি খুঁজে পাওয়া গেছে সেই ট্রাকটি যুক্ত করা হল। লেখায় উল্লেখিত বিভিন্ন তথ্য উপাত্ত যেসব সোর্স থেকে সংগৃহীত সেগুলোর রেফারেন্স ব্লগের বিভিন্ন যায়গায় দেয়া আছে। শোনার/পড়ার সোর্সের কারণে তথ্যের কিছু ভিন্নতা থাকতে পারে। আর টাইপ করার ভুল হয়ত কিছু আছে। পাঠক এসব বিষয়ে উল্লেখে করে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো।
*** এই আর্টিকেলটির উন্নয়ন কাজ চলমান ……। আবারো আসার আমন্ত্রণ রইলো।

1 thought on “রাগ দেশ । অসুরের সুরলোকযাত্রা সিরিজ”
Comments are closed.