রাগ রাগেশ্রী । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

রাগ রাগেশ্রী নিয়ে আজকের আলোচনা। মুঘল এ আজম ফিল্মে বড় গোলাম আলী খাঁ সাহেবের গাওয়া শুভ দিন আয়ো … গানটি রাগেশ্রীর ভালো উদাহরণ।

 

 

রাগ রাগেশ্রী

 

রাগেশ্রী শান্ত প্রকৃতির রাগ। ঠাট খাম্বাজ। আরোহণে শুদ্ধ নিষাদ, অবরোহণে কোমল নিষাদ এর প্রয়োগ হয়। কেউ কেউ শুধুমাত্র কোমল নিষাদের প্রয়োগ করেন। আবার শুধুমাত্র মন্দ্র সপ্তকে অবরোহণে কোমল নিষাদের প্রয়োগের কথাও বলা হয়। আরোহণে ঋষভ ও পঞ্চম এবং অবরোহে পঞ্চম বর্জিত। রাগেশ্রীর বাদী-সমবাদী গান্ধার-নিষাদ। ভিন্ন মতে বলে বাদী-সমবাদী হবে নিষাদ-গান্ধার, মধ্যম-ষড়্‌জ।

আরোহণ: স গ, ম ধ, ন র্স
অবরোহণ : র্স ণ ধ, ম গ, র স
পকড় : ধ্ ণ্ স গ ম, ধ ন ধ ম গ, র স

 

টিউটোরিয়াল:

যেকোন রাগের স্বরের চলেফেরা বোঝার জন্য ২/৫ টি স্বরমালিকা বা সারগাম-গীত শোনা দরকার। স্বর মলালিকার পাশাপাশি দু একটি  লক্ষনগীত (বা ছোট খেয়াল) শুনলে সহজ হতে পারে। লক্ষনগীতের মাধ্যমে খুব সহজে রাগের লক্ষনগুলো ফুটিয়ে তোলা যায়। লক্ষনগীত ছোট খেয়াল প্রায় একই কাজ করে। অনলাইনে অনেক গুলো আছে। একটু খোঁজাখুজি করলে পেয়ে যাবেন। স্যাম্পল হিসেবে নিচের দুটো লিংক দেয়া হল।

১. NCERT OFFICIAL বাগেশ্রী রাগের টিউটোরিয়াল 

 

Declaimer:

শিল্পীদের নাম উল্লেখের ক্ষেত্রে আগে জ্যৈষ্ঠ-কনিষ্ঠ বা অন্য কোন ধরনের ক্রম অনুসরণ করা হয়নি। শিল্পীদের সেরা রেকর্ডটি নয়, বরং ইউটিউবে যেটি খুঁজে পাওয়া গেছে সেই ট্রাকটি যুক্ত করা হল। লেখায় উল্লেখিত বিভিন্ন তথ্য উপাত্ত যেসব সোর্স থেকে সংগৃহীত সেগুলোর রেফারেন্স ব্লগের বিভিন্ন যায়গায় দেয়া আছে। শোনার/পড়ার সোর্সের কারণে তথ্যের কিছু ভিন্নতা থাকতে পারে। আর টাইপ করার ভুল হয়ত কিছু আছে। পাঠক এসব বিষয়ে উল্লেখে করে সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো।

*** এই আর্টিকেলটির উন্নয়ন কাজ চলমান ……। আবারো আসার আমন্ত্রণ রইলো।

 

আরও দেখুন: