ইতিহাসের এই দিনে : ১৮ জানুয়ারি

ইতিহাসের এই দিনে : ১৮ জানুয়ারি, ১৮ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮তম দিন। বছর শেষ হতে আরো ৩৪৭ (অধিবর্ষে ৩৪৮) দিন বাকি রয়েছে।

 

ইতিহাসের এই দিনে : ১৮ জানুয়ারি
ইতিহাসের এই দিনে

১৮ জানুয়ারি

ইতিহাসের এই দিনের ঘটনাবলী একনজরে দেখেনিন:

  • ৪৭৪ – দ্বিতীয় লিও এক বছরের থেকেও কম সময়ের জন্য বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।

 

  • ১৪৮৬ – এলিজাবেথ অব ইয়র্কের সঙ্গে ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরী বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 

  • ১৫৩৫ – স্পেনীয় দখলদার (Spanish conquistador) ফ্রান্সিস্‌কো পিজারো পেরুর রাজধানী, লিমা আবিষ্কার করেন।

 

  • ১৬৪২ – প্রথম ইউরোপীয় হিসাবে আবেল তাসমান নিউজিল্যান্ডে পা রাখেন।
  • ১৬৭০ – ওয়েল্‌শ্‌ অ্যাডমিরাল স্যার হেনরী মোরগেন পানামা দখল করেন।

 

  • ১৭০১ – প্রথম ফ্রেডরিক প্রুশিয়ার রাজা হন।
  • ১৭৭৮ – ইংরেজ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপ আবিষ্কার করেছিলেন।

 

  • ১৮৬২ – বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয়।
  • ১৮৭১ – ফ্রান্সের ভার্সাই প্রাসাদে প্রথম ভিলহেল্ম জার্মানীর প্রথম সম্রাট ঘোষিত হন।

 

ইতিহাসের এই দিনে : ১৮ জানুয়ারি

 

  • ১৯১২ – বৃটিশ অভিযাত্রী রবার্ট ফ্যালকন স্কট দক্ষিণ মেরুতে পদার্পণ করেন। তিনি প্রথম দক্ষিণ মেরুতে পর্দাপন করেছিলেন বলে প্রথমে ভাবলেও পরে বুঝতে পারেন তার ভুল হয়েছে।
  • ১৯১৯ – প্রথম বিশ্বযুদ্ধ – ফ্রান্সের ভার্সাই নগরীতে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়।
  • ১৯৩৮ – সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন।
  • ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ – সোভিয়েত ইউনিয়নের বাহিনী রাশিয়ার লেনিনগ্রাড শহরটিকে নাৎসি জার্মান বাহিনীর কবল থেকে মুক্তি করে।
  • ১৯৪৮ – হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গান্ধী তার ১২১ ঘণ্টার অনশনের অবসান ঘটিয়েছিলেন।
  • ১৯৫০ – ভারত ধর্মনিরপক্ষে গণরাষ্ট্র হিসাবে ঘোষিত হয় ।
  • ১৯৫৬ – জাপান জাতিসংঘে যোগদান করে।
  • ১৯৭৮ – নর্দার্ন আয়ারল্যান্ডে বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য সরকার ইউরোপের মানবাধিকার আদালতে দোষী সাব্যস্ত হয়।
  • ১৯৭৯ – ইরানের বিপ্লবী জনগণ স্বৈরচারী শাহ সরকারের শেষ প্রতিনিধি অর্থাৎ শাপুর বখতিয়ারের সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ করে।
  • ১৯৯৭ – একাকী এবং কারো সাহায্য ছাড়াই প্রথম ব্যক্তি হিসেবে অ্যান্টার্কটিকা পাড়ি দেন নরওয়ের বোর্জ অসল্যান্ড।
  • ১৯৯৮ – দ্রুজ রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কির সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় শুরু হয়।

ইতিহাসের এই দিনে : ১৮ জানুয়ারি

  • ২০০২ – সিয়েরালিয়নে গৃহযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
  • ২০০৬ – সংযুক্ত আবর আমিরাতে প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

 

আরও দেখুন: