ইতিহাসের এই দিনে : ২২ জানুয়ারি

ইতিহাসের এই দিনে : ২২ জানুয়ারি, ২২ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২তম দিন। বছর শেষ হতে আরো ৩৪৩ (অধিবর্ষে ৩৪৪) দিন বাকি রয়েছে।

ইতিহাসের এই দিনে : ২২ জানুয়ারি
ইতিহাসের দিনপঞ্জি

২২ জানুয়ারি

ইতিহাসের এই দিনের ঘটনাবলী একনজরে দেখেনিন:

  • ১৭৬০ – ভারতে অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু হয়।
  • ১৭৭১ – ফকল্যাণ্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেনের সম্মতি।

 

  • ১৮৭৯ – ব্রিটিশ বাহিনী জুলুল্যান্ডে জুলু বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়।

ইতিহাসের এই দিনে : ২২ জানুয়ারি

 

  • ১৯০৫ – রাশিয়ার ঐতিহাসিক রক্তাক্ত রবিবারের ঘটনায় সেন্ট পিটার্সবুর্গে এক লক্ষ বিশ হাজার শ্রমিক কর্মচারী শীতপ্রাসাদ অভিমুখে মিছিল করলে নির্বিচারে গুলি চালনায় বহু শ্রমিক নিহত হয়।
  • ১৯২৭ – প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।
  • ১৯৫৭ – সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার।
  • ১৯৬৩ – ফ্রান্সের প্রেসিডেন্ট দ্যগল ও জার্মানির চ্যান্সেলর আডেনাউয়ার প্যারিসে ফ্রান্স- জার্মানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।
  • ১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া।
  • ১৯৭৩ – নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান ৭০৭ বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহীর সবাই প্রাণ হারায়।
  • ১৯৮৭ – ফিলিপাইনের সেনাবাহিনী ১৫ হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালালে ১৩ জন নিহত হয়।
  • ১৯৯১ – উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।
  • ১৯৯৮ – হোয়াইট হাউসে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া বাঁচানোর ব্যাপার নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিটন এবং পি এলও-এর প্রয়াত চেয়ারম্যান ইয়াসের আরাফাতের মধ্যে প্রথমবার বৈঠক অনুষ্ঠিত হয়।
  • ১৯৯৯ – দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু হয়।

ইতিহাসের এই দিনে : ২২ জানুয়ারি

  • ২০০৭ – ইরাকের বাগদাদ শহরে বাব আল-সারকি বাজারে দুটি গাড়ী বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে ৮৮ জন নিহত হয়।

 

 

আরও দেখুন: