ইতিহাসের এই দিনে : ২৩ মে
- ১৪৩০ : ইংরেজরা জোয়ান অব আর্ককে গ্রেফতার করে।
- ১৫৬৪ : নেদারল্যান্ডস তাদের স্বাধীনতা ঘোষণা করে।
- ১৬১৮ : চেকের প্রোটেস্টান খৃষ্টানরা হোলি রোমান এমপ্যায়ার নামে পরিচিত রোমের ক্যাথলিক খৃস্টান সম্রাট ২য় ফ্রেডারিকের দুজন দূতকে হত্যা করে।
- ১৭৮৫ : মার্কিন বৈজ্ঞানিক বেনজামিন ফ্রাংকলিন একটি পত্রে তার সর্বশেষ আবিষ্কার বাইফোকাল চশমার কথা জানান।
- ১৭৯৯ : কবি টমাস হুড জন্মগ্রহণ করেন।
- ১৮১০ : আমেরিকার সাংবাদিক ও নারীবাদী মার্গারেট ফুলারের জন্ম।
- ১৮১৮ : প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়।
- ১৮৫৫ : ইংরেজ নারীবাদী ইসাবেলা ফোর্ডের জন্ম।
- ১৮৫৭ : অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ এর মৃত্যু।
- ১৮৮১ : রোমানীয় কবি তুদোর আর্গেজি জন্মগ্রহণ করেন।
- ১৮৯১ : নোবেলজয়ী (১৯১১) সুইডিস কবি পার ল্যাগেরকভিস্তের জন্ম।
- ১৯০৬ : নরওয়েজীয় নাট্যকার ও কবি হেনরিক ইবসেনের মৃত্যু।
- ১৯১১ : নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
- ১৯১৫ : প্রথম মহাযুদ্ধে অষ্ট্রিয়া এবং হাঙ্গেরির বিরুদ্ধে ইতালি যুদ্ধ ঘোষণা করে।
- ১৯২০ : এশিয়ার প্রথম কমিউনিস্ট সংগঠন ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
- ১৯২৪ : কবি সানাউল হক জন্মগ্রহণ করেন।
- ১৯৩০ : প্রত্মতাত্ত্বিক ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।
- ১৯৩৪ : আমেরিকার ব্যাংক ডাকাত বনি্ন এবং ক্লিড পুলিশের অ্যামবুশে নিহত হয়েছিল।
- ১৯৩৭ : মার্কিন ধনকুবের ও শিল্পপতি জন ডেভিড রকফেলারের মৃত্যু।
- ১৯৪৭ : বার্নার্ড কম্‌রি, ব্রিটিশ ভাষাবিজ্ঞানী এর জন্ম।
- ১৯৪৭ : বৃটিশ মন্ত্রীসভা ভারত বিভক্ত করার ঐতিহাসিক প্রস্তাব মেনে নেয়।
- ১৯৫১ : আনাতোলি কারপভ, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন এর জন্ম।
- ১৯৮৩ : কুমারী বাচেন্দী পাল প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয় করেন।
- ১৯৯৩ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন করে নোবেল বিজয়ী বিজ্ঞানী আবদুস সালামকে সম্মানপূর্বক ডিগ্রী প্রদান করা হয়।
- ২০০৯ : রিপাবলিক অব কোরিয়ার ১৬তম প্রেসিডেন্ট রহ-মু-হিয়ানের মৃত্যু।
ইতিহাসের এই দিনে : ২৩ মে
আরও দেখুন:

