ইতিহাসের এই দিনে : ২৫ জানুয়ারি, ২৫ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫তম দিন। বছর শেষ হতে আরো ৩৪০ (অধিবর্ষে ৩৪১) দিন বাকি রয়েছে।

২৫ জানুয়ারি
ইতিহাসের এই দিনের ঘটনাবলী একনজরে দেখেনিন:
- ১৪৯৪ – প্রথম ফার্দিনান্দের মৃত্যুর পর দ্বিতীয় আলফনসো নেপলসের রাজ সিংহাসনে আরোহণ করেন।
- ১৬৬২ – ব্রিটিশ সেনাবাহিনীর জাঞ্জিবারে স্থায়ী ঘাঁটি স্থাপন করে।
- ১৮০২ – ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট ইতালির প্রেসিডেন্ট নিযুক্ত হন।
- ১৮৩১- – পোল্যান্ডের স্বাধীনা ঘোষণা করা হয়।
- ১৮৭১ – জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার করেন।
- ১৮৯০ – নেলি ব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন, সময় লেগেছিল ৭২ দিন।
- ১৮৯৯ – প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু হয়।
![]()
- ১৯১৫ – আলেকজান্ডার গ্রাহামবিল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন সার্ভিস উদ্বোধন করেন। নিউ ইয়র্ক থেকে কথা বলেন সানফ্রান্সিসকোতে টমাস ওয়াস্টনের সঙ্গে।
- ১৯১৭ – ২৫ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ ক্রয় করে।
- ১৯১৮ – ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে বলশেভিক রাশিয়া থেকে আলাদা হয়।
- ১৯১৯ – লিগ অব ন্যাশনস্-এর প্রতিষ্ঠা হয়।
- ১৯৪২ – থাইল্যান্ড জাপান একজোট হয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৪৮ – সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন।
- ১৯৫০ – ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়।
- ১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে যুদ্ধ বন্ধ করে।
- ১৯৬৪ – পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়।
- ১৯৬৫ – ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় চেকোস্লাভিয়া ও টোঙ্গা।
- ১৯৭৫ – চতুর্থ সংশোধনী পাস করে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির বদলে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার কায়েম হয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
- ১৯৭৫ – বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) ব্যবস্থার প্রবর্তন।
- ১৯৭৯ – চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের মৃত্যু ঘটে।
আরও দেখুন:

