ইতিহাসের এই দিনে : ২৮ জুন

ইতিহাসের এই দিনে : ২৮ জুন

  • ৭৬৭ : ইতালিয়ান পোপ প্রথম পলের মৃত্যু।
  • ১২৬৬ : মুসতানসির বিল্লাহর আব্বাসীয় খিলাফত লাভ।
  • ১৩৮৯ : অটোমান সামরিক বাহিনী সার্বিয়ান বাহিনীকে পরাজিত করে।
  • ১৪৭৬ : পোপ চতুর্থ পলের জন্ম।
  • ১৬৫৭ : দারা শিকোহ অনূদিত ‘শিক-ই আকবর’ প্রকাশিত হয়।
  • ১৭১২ : ফরাসী দার্শনিক জাঁ জ্যাক রুশোর জন্ম।
  • ১৭৫৭ : মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গবর্নর নিযুক্ত হন।
  • ১৮২০ : প্রমাণিত হয় যে টমেটো বিষাক্ত নয়।
  • ১৮৩৬ : জেমস ম্যাডিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি এর জন্ম
  • ১৮৩৮ : ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার অভিষেক।
  • ১৮৩৯ : পাঞ্জাব কেশরী মহারাজা রণজিৎ সিংয়ের মৃত্যু।
  • ১৮৬৭ : নোবেলজয়ী (১৯৩৪) ইতালীয় সাহিত্যিক লুইজি পিরানদেল্লোর জন্ম।
  • ১৮৮৬ : তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দাশের মৃত্যু।
  • ১৮৯৪ : ‘কল্লোল’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক গোকুলচন্দ্র নাগের জন্ম।
  • ১৯০১ : কমিউনিস্ট নেতা মণি সিংহের জন্ম।
  • ১৯১৯ : জার্মান ও মিত্রজোটের ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি।
  • ১৯২৮ : জন স্টুয়ার্ট বেল, আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী এর জন্ম
  • ১৯৪০ : মুহাম্মদ ইউনুস, বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ এর জন্ম।
  • ১৯৫৪ : জওহরলাল নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশীলা নীতি ঘোষণা করেন।
  • ১৯৬৩ : ক্রুশ্চেভ পূর্ব বার্লিন সফর করেন।
  • ১৯৬৭ : ইসরাইল কর্তৃক পূর্ব জেরুজালেম দখল।
  • ১৯৭৬ : ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে সেচিলিসের ১০২ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর স্বাধীনতা লাভ।
  • ১৯৭৬ : শিল্পাচার্য জয়নুল আবেদীনের মৃত্যু।
  • ১৯৭৬ : আমেরিকার বিমান ও নৌবাহিনীতে প্রথম মহিলা ক্যাডেট অন্তর্ভুক্ত।
  • ১৯৭৮ : পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভস্ম ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষণ করা হয়।
  • ১৯৭৯ : কবি বন্দে আলী মিয়ার মৃত্যু।
  • ১৯৮৬ : কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশের মৃত্যু।
  • ১৯৯২ : মিখাইল তাল, বিশ্বচ্যাম্পিয়ন লাতভিয় দাবাড়ু এর মৃত্যু।
  • ১৯৯৬ : তুরস্কের প্রেসিডেন্ট সুলাইমান ডেমিরেলের ৭৩ বছরের মধ্যে প্রথম দেশে ইসলামিক নেতৃত্বাধীন সরকার অনুমোদিত।

 

ইতিহাসের এই দিনে : ২৩ জানুয়ারি

 

আরও দেখুন:

Leave a Comment