ইতিহাসের এই দিনে : ৫ জুন

ইতিহাসের এই দিনে : ৫ জুন

 

আজ বিশ্ব পরিবেশ দিবস

৮৪২ : আব্বাসীর খলিফা মুতাসিম বিল্লাহর ইন্তেকাল।

১২৫৯ : জাপানের সম্রাট সানজোর মৃত্যু।

১৩১৬ : ফ্রান্সের রাজা দশম লুইয়ের মৃত্যু।

১৫০৭ : ইংল্যান্ড ও নেদারল্যান্ডস বাণিজ্য চুক্তি সম্পাদন করে।

১৬৬১ : আইজাক নিউটন কেমব্রিজের টিনিটি কলেজে ভর্তি হন।

১৭২৩ : বিখ্যাত অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথের জন্ম।

১৭৭০ : তুরস্কের সুলতান দ্বিতীয় মুস্তাফার জন্ম।

১৭৮৩ : ফ্রান্সে জনসমক্ষে প্রথম বাষ্পচালিত বেলুন উড়িয়ে দেখান মন্টগলফারায় ভাইয়েরা।

১৮০৬ : লুই বোনাপাত হল্যান্ডের রাজা নিযুক্ত।

১৮৪৯ : ডেনমার্কে রাজতন্ত্র সাংবিধানিক স্বীকৃতি পায়।

১৯১০ : মার্কিন ছোট গল্পকার ও’ হেনরির মৃত্যু।

১৯১৫ : ডেনমার্কে মহিলাদের ভোটাধিকার প্রদান।

১৯১৬ : তুর্কিদের বিরুদ্ধে আরব বিদ্রোহ শুরু।

১৯২৬ : তুরস্কে সর্বশেষ জানেসারি বিপ্লবের সূচনা।

১৯৪০ : প্রথম রাবারের টায়ার প্রদর্শিত হয়।

১৯৫৪ : আমেরিকান অভিনেত্রী ন্যান্সি স্টাফোর্ড এর জন্ম।

১৯৬৭ : দখলদার ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে তৃতীয় যুদ্ধের সূচনা হয়।

১৯৬৮ : আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট কেনেডি আততায়ীর গুলিতে নিহত।

১৯৭১ : আমেরিকান অভিনেতা মার্ক ওয়ালবার্গ এর জন্ম।

১৯৭২ : সুইডেনের রাজধানী স্টকহোমে পরিবেশ বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৭২ : স্টকহোম বৈঠকে প্রতিবছর এই দিনে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়।

১৯৭৫ : কমন মার্কেটে থাকা না থাকা নিয়ে ব্রিটেনের ইতিহাসে সর্বপ্রথম গণভোট। অধিকাংশ ভোট কমন মার্কেটে থাকার পক্ষ।

১৯৭৬ : আট বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল পুনরায় খুলে দেয়া হয়।

১৯৮৩ : অমৃতসর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলা। উগ্রপন্থী ৬শ’ হিন্দু নিহত।

১৯৯৭ : আলজেরিয়ায় প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত।

২০০৪ : রোনাল্ড রেগান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি এর মৃত্যু।

 

ইতিহাসের এই দিনে : ২৩ জানুয়ারি

 

 

আরও দেখুন:

Leave a Comment