ওদেরকে ফেরেশতা বা শয়তান – বানাবেন না। যা করছে করতে দিন .. [ শাহবাগ মুভমেন্ট ]
প্রজন্ম চত্বর (শাহবাগ) মুভমেন্টের যারা নেতৃত্ব দিচ্ছে :
তাদের কোন অলৌকিক ক্ষমতা নাই।
তারা জীন বা ফেরেশতা না, বা সেগুলো হাজির করার ক্ষমতা রাখে না।
তারা চাঁদে চেহারা দেখাতে পারবেনা।
কারও স্বপ্নে দেখা দিতে পারবে না।
তারা নিজেকে ৩/৪ ইন্সট্যন্স তৈরি বা নিজেকে ভ্যানিশ করতে পারবে না।
সবাই বিত্তশালী পরিবার থেকে আসেনি।
সবাই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবার থেকে আসেনি।
তারা মানবিক দোষ-গুনের ঊর্ধ্বে না।
ওরা সেরকম কিছু দাবীও করে না।
আমাদের সবার মত ওরাও দোষে-গুনে খুব সাধারণ মানুষ।
আপনার পাশের বাসার সাধারণ ছেলেটির মত।
হয়ত তার সাথে এতদিন কথা বলারও প্রয়োজন অনুভব করেননি।
কিন্তু একবার ভাবুন:
ওরা কিছু না হয়েও – কি চমৎকার একটা কাজ করলো।
আপনাকে-আমাকে রাস্তায় এনেছে।
জয় বাংলা – শ্লোগান ফেরত দিয়েছে।
সবার মুক্তিযুদ্ধের চেতনার পুনজাগরন করে দিয়েছে।
আরও অনেক কিছু দিয়েছে। ভবিষ্যতে অনেক কিছু দিতে পারবে।
সেজন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে।
যদি সহযোগিতা নাও করতে পারি-
তবে ওদেরকে – ফেরেশতা বা শয়তান – বানানোর অপচেষ্টা করবো না।
পারলে সেই অপচেষ্টা প্রতিহত করবো।
![ওদেরকে ফেরেশতা বা শয়তান – বানাবেন না। যা করছে করতে দিন . শাহবাগ মুভমেন্ট ওদেরকে ফেরেশতা বা শয়তান - বানাবেন না। যা করছে করতে দিন .. [ শাহবাগ মুভমেন্ট ] 1 ওদেরকে ফেরেশতা বা শয়তান - বানাবেন না। যা করছে করতে দিন .. [ শাহবাগ মুভমেন্ট ]](https://sufifaruq.com/wp-content/uploads/2024/02/ওদেরকে-ফেরেশতা-বা-শয়তান-–-বানাবেন-না।-যা-করছে-করতে-দিন-.-শাহবাগ-মুভমেন্ট-.jpg)