প্রযুক্তিতে বাংলাদেশের জন্য থিম গানের প্রস্তাবনা ২ – গীতিকার: ওমর ফারুক

প্রযুক্তিতে বাংলাদেশের জন্য থিম গানের প্রস্তাবনা ৩
গীতিকার: ওমর ফারুক

আমরা তোমার ধরণীর বুকে জেগেছি কিছু প্রাণ
তৃপ্ত মনে দৃপ্ত কণ্ঠে ধরেছি স্লোগান।
আমরা জেগেছি নতুন স্বপ্নে, চাইতে পরিত্রাণ
আমরা মাগো মা আরেক বিজয়ে জাগ্রত সন্তান।।

তোমার ছেলেরা এনেছে বিজয় নতুন একটি দেশ
নতুন পতাকা উড়েছে বিশ্বে- হয়নি স্বপ্ন শেষ।
হয়নি আজো মুক্তি মাগো মা- পাইনি পরিত্রাণ
আমরা আনিব সফল মুক্তি, বিপ্লব অম্লান।।

হারবনা মোরা হারবনা কভু- নেই’ক তোমার ভয়
আমরা বিজয় আনব ছিনিয়ে- হোক’না সে দুর্জয়।
তোমার মুক্তি। মৃত্যুর দ্বারে আমরা অকুতোভয়
আমরা তোমার দামাল ছেলেরা- আনব ছিনিয়ে জয়।।

আমরা ফোটাবো পুষ্পের হাসি- ক্ষুধা মিটাবার তরে
শপথ নিয়েছি সংকট মিটাতে- কাঁপিনা আমরা ডরে।
নির্ঘুম মোরা, নির্ভীক মোরা- আনতে সত্য ভোর।
বিজয়ের হাসি ফুটাতে মোরা- সদ্য খুলেছি দোর।।

শোর উঠেছে বিশ্বে যখন জ্ঞান আর বিজ্ঞানে
আমরা চলেছি প্রযুক্তি পথে- তোমার মুক্তি ধ্যানে
ভয় নেই কোন ভয় নেই মাগো- রাখব তোমার মান
আমরা হটাব অশুভ ছায়ার- সুপ্ত অকল্যাণ।।

আমরা ছড়াব বিশ্বের কাছে বদ্বীপ বাংলাদেশ
আমরা ঘুচাব তোমার দুঃখ, বহতা শ্রান্তি-ক্লেশ।
আমরা এনেছি নতুন বার্তা মুক্তির জয়গান
তোমার বিজয়ে নির্ভীক মোরা আজীব আপ্রাণ।

Leave a Comment