সুফি ফারুকের পেশা পরামর্শ সভার আওতায় বিউটিশিয়ান প্রশিক্ষণ

সুফি ফারুকের পেশা পরামর্শ সভার আওতায় কুষ্টিয়ার কুমারখালী-খোকসায় ফ্রি বিউটিশিয়ান প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হচ্ছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য প্রযুক্তিবীদ সুফি ফারুক ইবনে আবুবকর।

সুফি ফারুকের পেশা পরামর্শ সভার আওতায় বিউটিশিয়ান প্রশিক্ষণ

 

বিকল্প কর্মসংস্থানের সুযোগ

সুফি ফারুক জানান, স্থানীয় তরুণ-তরুণীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে টেলিভিশন, সিনেমা ও বিউটি পার্লারে পেশাদার বিউটিশিয়ানের বিপুল চাহিদা রয়েছে। সেই চাহিদার একটি অংশ স্থানীয় পর্যায়ের দক্ষ জনশক্তি দিয়েই পূরণ করা সম্ভব। তাছাড়া মানুষের ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়ায় গ্রামীণ পর্যায়েও বিউটিশিয়ানরা আয়ের সুযোগ তৈরি করতে পারবেন।

 

প্রশিক্ষণ কার্যক্রম

  • পেশা পরামর্শ সভার আওতায় অভিজ্ঞ প্রশিক্ষকগণ এক মাসব্যাপী নিয়মিত কোর্স পরিচালনা করবেন।
  • উজ্জ্বলা’ নামের বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে হেয়ার স্টাইল, স্কিন কেয়ারসহ বিশেষায়িত কোর্সও দেওয়া হবে।
  • প্রশিক্ষণের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শও থাকবে।

সুফি ফারুক জানান, আগের কোর্সগুলোর মতো এটিও সবার জন্য সম্পূর্ণ ফ্রি। এটি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার। তাই ফরম পূরণ বা ভর্তি প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।

 

প্রত্যেক ইউনিয়নে একজন বিউটিশিয়ান তৈরির লক্ষ্য

সুফি ফারুক বলেন—

“প্রতিটি ইউনিয়নে অন্তত একজন দক্ষ বিউটিশিয়ান তৈরি করতে চাই। যাতে ঘরে বসে বা কসমেটিকসের দোকান থেকে নারীরা নিজেরাই বিউটি পার্লার পরিচালনা করতে পারেন।”

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারী-পুরুষ উভয়কেই দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। এতে একদিকে আত্মকর্মসংস্থান নিশ্চিত হবে, অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হয়ে দেশ হবে আরও সমৃদ্ধশালী।

 

সাফল্যের গল্প ভবিষ্যৎ পরিকল্পনা

সুফি ফারুক উল্লেখ করেন, তাঁর পেশা পরামর্শ সভা কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে অনেক পরিবার দারিদ্রসীমার উপরে উঠেছে। ভবিষ্যতে প্রতিবছর জন্ম নেওয়া নতুন প্রজন্মের মধ্য থেকেও উদ্যোক্তা তৈরির লক্ষ্য রয়েছে। সেই ধারাবাহিকতায় বিউটিশিয়ান ও পার্লার ব্যবস্থাপনা প্রশিক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

প্রশিক্ষণ কেন্দ্রের মতামত

প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান উজ্জ্বলা জানায়,

“রূপচর্চা একটি শিল্প। স্বাস্থ্যসম্মত রূপচর্চার জন্য প্রফেশনাল বিউটিশিয়ানদের প্রশিক্ষণ অপরিহার্য। আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ প্রদান করি। সুফি ফারুকের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

তাদের মতে, বিকল্প পেশা হিসেবে দেশে বিউটিশিয়ানদের কদর প্রতিনিয়ত বাড়ছে। শহরের পাশাপাশি গ্রামেও এর চাহিদা তৈরি হচ্ছে। ফলে এ প্রশিক্ষণ আত্মনির্ভরশীল হওয়ার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।