গুরুকুল নবীন বরণ ২০১২

গুরুকুল নবীন বরণ উপলক্ষে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহিদ হোসেন জাফর বলেছেন, দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠতে হবে। দক্ষ কর্মী দেশ ও জাতির আশীর্বাদ। দক্ষতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তিনি বলেন, দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। তাই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সাসেগ নবীন বরণ ২০১২

গুরুকুল নবীন বরণ ২০১২

গতকাল বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া শহরের কালিশংকরপুরস্থ গুরুকুল পরিচালিত প্রতিষ্ঠান কামরুল ইসলাম সিদ্দিক ও স্পেশালাইজড্ মেডিকেল ইনিস্টিটিউটে ১১-১২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও বর্ষবরণ উৎসবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের পরিচালক সুফি ফারুক ইবনে আবুবকরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৩ আসনের সাবেক এম পি বদরুদ্দোজা গামা। আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের  সমন্বয়কারী তানভির মেহেদী, পরিচালনা পর্ষদর সদস্য মনির হাসান প্রমুখ। উপস্থাপনা করেন অফিসার আব্দুস সালাম।

 

 

 

আরও দেখুন:

Leave a Comment