ইতিহাসের এই দিনে : ৩০ মে
১৪৩১ : ফ্রান্স-ইংল্যান্ড শতবর্ষব্যাপি যুদ্ধের ফরাশী বীরযোদ্ধা জোয়ান ডি আর্ক কে ইংরেজরা বন্দী করে নিয়ে প্রতিশোধমূলক এক বিচারে ডাইনী অপবাদ দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে।
১৪৫৩ : তুরস্কের কনস্টানটিনোপল জয়।
১৪৯৮ : ক্রিস্টোফার কলম্বাস তৃতীয় সমুদ্র যাত্রা শুরু করেন।
১৫৩৯ : হেরনান্দো দি সতো টম্পা সাগর উপকূলে উপনীত হন ৬০০ সৈন্যসহ। উদ্দেশ্য স্বর্ণ অনুসন্ধান।
১৫৯৩ : নাট্যকার ক্রিস্টোফার মার্লো নিহত হন।
১৬৩০ : রাজা দ্বিতীয় চার্লসের জন্ম।
১৬৩১ : ফ্রান্সের প্রথম সংবাদ পত্র লা গ্যাজেট প্রকাশিত হয়।
১৭৪৪ : ইংরেজ কবি আলেকজান্ডার পোপের মৃত্যু।
১৭৭৮ : খ্যাতনামা ফরাসি লেখক ও দার্শনিক ভলতেয়ারের মৃত্যু।
১৭৭৮ : ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ও লেখক ফ্রান্সোয়া মেরি অরোয়া ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৮০৬ : অ্যান্ড্রু জ্যাকসন যখন জানতে পারেন তার স্ত্রীর সঙ্গে চার্লস ডিকেন্সের সম্পর্ক, তখন এক দ্বৈত মল্লযুদ্ধে জ্যাকসন খুন করেন সিকেন্সকে।
১৮০৭ : মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত।
১৮৫৯ : ইংল্যান্ডের বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে উঠে।
১৮৯৯ : কলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু হয়।
১৯০৩ : সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বেনোভিচ সস্ত্রীক নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত।
১৯১২ : মার্কিন বিমান আবিষ্কারক উইলবার রাইটের মৃত্যু।
১৯১৩ : আলবেনিয়া নতুন রাষ্ট্রের মর্যাদা পায়।
১৯১৭ : প্রথম আলেকজান্ডার গ্রিসের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৯১৭ : মার্কিন রাষ্ট্রপাতি জন এফ কেনেডির জন্ম।
১৯১৮ : প্রথম মহাযুদ্ধ চলাকালে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মারনে নদীর কাছে জার্মান এবং মিত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের সমাপ্তি ঘটে।
১৯৫৩ : নিউজিল্যান্ডের হিলারি ও নেপালের তেনজিংয়ের এভারেস্ট শৃঙ্গ জয়।
১৯৫৪ : শেরেবাংলা এ.কে ফজলুল হকের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল। পূর্ববাংলায় গভর্নর শাসন জারি।
১৯৬০ : নোবেলজয়ী (১৯৫৮) রুশ কথাসাহিত্যিক বোরিস পাস্তারনাকের মৃত্যু।
১৯৬৫ : লুই ইয়েল্ম্‌স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী এর মৃত্যু।
১৯৬৭ : নাইজেরীয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বিয়াফ্রা (১৯৬৭-৭০) স্বাধীনতা ঘোষণা করে, এর ফলে গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৬৯ : সাংবাদিক ও রাজনীতিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ইন্তেকাল।
১৯৮১ : চট্টগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৯০ : বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।
১৯৯০ : কর্ণফুলী সেতু আনুষ্ঠানিকভাবে চালু।
১৯৯১ : ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা।
১৯৯৬ : বেনজামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধামন্ত্রী নির্বাচিত।
১৯৯৭ : বাংলাদেশে আওয়ামী লীগ সরকার কর্তৃক শুক্র-শনি দু’দিন ছুটি ঘোষণা।
১৯৯৮ : আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভূমিকম্পে ৫০০০ লোক নিহত হয়।
১৯৯৯ : নাইজেরিয়ায় সামরিক শাসনের অবসান। ওলসেগুন ওবাসাঞ্জো ১৫ বছরের মধ্যে নাইজেরিয়ার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত।
আরও দেখুন:

