শ্রোতা সহায়িকা নোট সিরিজে আজকের রাগ – রাগ মেঘ-মালহার। এই আর্টিকেলটির উন্নয়ন কাজ চলমান রয়েছে। আপডেট পেতে আবারো আসার আমন্ত্রণ রইলো।

শুরু করা যেতে পারে কাজী নজরুল ইসলামের গান দিয়ে: নজরুলের অনেক গান রাগাশ্রয়ী। নির্দিষ্ট রাগের আশ্রয়ে যে গানগুলোতে সুর করা হয়েছে, সেগুলোর পুরো সুরে রাগের অবয়ব বজায় রাখার চেষ্টা থেকেছে; খুব বেশি রাগভ্রষ্ট হয়নি। তাই নজরুলের গানগুলো কান তৈরিতে বেশি উপযোগী বলে আমার কাছে মনে হয়।
.
মেঘ মালহারে কিছু রবীন্দ্রসঙ্গীত: কবিগুরু তার অনেক কম্পোজিশনে প্রচলিত রাগের আশ্রয় নিলেও অনেক সময় রাগের কাঠামোতে তিনি আটকে থাকতে চাননি। তাঁর সুরের পথ রাগের বাইরে চলে গেছে প্রায়শই। আমার কাঁচা কান যা বলে, তাতে বিশুদ্ধ রাগাশ্রয়ী গান হিসেবে তাঁর গান অনেক ক্ষেত্রেই খুব ভালো উদাহরণ নয়।
১. দেখা না-দেখায় মেশা হে বিদ্যুৎলতা
৫. স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা
৬. Sawan gagane ghor ghanaghata – Pt. Jasraj
.
গজলে মেঘ মালহার:
১.১ Sample1
.
মেঘ মালহার নিয়ে প্লেব্যাক:
১. Barso re () – Tanseen (1942) – Khurshid
.
ইচ্ছে আছে মেঘ মালহারে যেসব আধুনিক, টাপ্পা, হরি, কাজরি, চৈতি আছে সেগুলোর লিংক যুক্ত করবো। কেউ এরকম লিংক পেলে কমেন্টে যুক্ত করে সহায়তা করলে কৃতজ্ঞ থাকব।
.
যন্ত্রে মেঘ মালহার: আমরা কণ্ঠে আরও ভারি গানে যাবার আগে একটু শুনে আসব যন্ত্রসঙ্গীতে মেঘ মালহার। বিভিন্ন শিল্পী বিভিন্ন যন্ত্রে বাজিয়েছেন এ রাগ। তার কিছু লিংক যুক্ত করলাম।
* যেসব যায়গা থেকে সাহায্য পেয়েছি তা নোটের শেষে যুক্ত করা হয়েছে।

শাস্ত্র:
রাগ মেঘ বা মেঘ মালহারের সাথে অন্য মালহারের পার্থক্য:
আরও দেখুন:

