
৩১ শে ডিসেম্বর ২০১৪ (গতকাল) অনুষ্ঠিত হল, বিশেষায়িত শিক্ষা গ্রুপ “সাসেগ” এর কুষ্টিয়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের “বাৎসরিক সেরা কর্মী সম্মাননা”। ২০১৪ সালের সেরা কর্মী সম্মান পেলেন – মন্টু বাইন, ইশতিয়াক আহমেদ,আনোয়ার কবীর, আলাউদ্দিন আলি ও মাহাতাব উদ্দিন।
সম্মাননা স্বারক ও চেক হস্তান্তর করলেন জননন্দিত শিল্পী এবং সাসেগ এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সদস্য জনাব “কনক আদিত্য”।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাসেগ এর প্রতিষ্ঠাতা তথ্য-প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর, পরিচালনা পরিষদ সদস্য মনির হাসান, ইঞ্জিনিয়ারিং ট্রেডসমুহের একাডেমিক সমন্বয়কারী হেলাল উদ্দিন, মেডিক্যাল ট্রেডসমুহের একাডেমিক সমন্বয়কারী মন্টু বাইন, প্রধান সমন্বয়কারী তানভীর মেহেদি, লিগাল ও মিডিয়া সমন্বয়কারী শামিম রানা ও সাসেগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



