আমরা তো মানুষ নই-গো বাবু

আমরা তো মানুষ নই-গো বাবু
আমরা হলাম তেলা টাকি
আমদের পোনা কেউ পালে না
হ্যাচারি থেকে কেনে না
আমরা এমনি জন্মাই, এমনি মরে যাই।

খোকা মারে বড়শি দিয়ে
মুনিষ মারে জালে
শেলো দিয়ে সেঁচে মারেন
পুকুর কাটার কালে

অভিশাপ এই মানুষের মত চেহারাটা
আমরা মরলে মানুষ আসে
দলে দলে বোকার মত কাঁদে
রাস্তায় দাড়ায়. প্রতিবাদ করে
বুঝুন এরা কি বোকা?

আপনারা তো জানেন আমরা শুধুই তেলা টাকি
যেমন খুশি, যেখানে খুশি মারাটাই আনন্দ

আপনারা মানুষ ; রুচির পরিবর্তনে চাই –
তাই আর – বড়শি দিয়ে, জাল ফেলে, বিষ দিয়ে নয়
গুলি করে, বেমা মেরে নয়।

আমাদের মারার নতুন উপায় সৃষ্টিশীল –
তালা দিয়ে আগুন লাগিয়ে
ফ্লাইওভার ভেঙ্গে মাথার উপরে ফেলে
আরও কত অসাধারণ কৌশল

আমি সামান্য টাকি মাছের পোনা
আপনাদের সৃষ্টিশীলতার প্রশংসা করে যাই।
সত্যিই আপনারা সৃষ্টির সেরা, আশরাফুল মাকলুকাত।

Leave a Comment