মালহার রাগের পরিবার [ Raga Malhar Family ] : মালহার বা মল্লার বর্ষার রাগ। বর্ষার বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতে গাইবার জন্য অনেকগুলো মালহার আছে। প্রচলিত অপ্রচলিত মিলিয়ে বেশি কটি রাগ। এর মধ্যে আমি যেগুলো শুনেছি সেগুলো এখানে যুক্ত করলাম। বাংলা অভিধানে মল্লার এর সংজ্ঞা হিসেবে বলা হয়েছে – মল্লার [ mallāra ] বি. (সংগীতে) বর্ষার ভাবযুক্ত রাত্রিকালীন রাগবিশেষ। [সং. মল্ল + √ ঋ + অ]। মল্লারী বি. (স্ত্রী.) বসন্ত ঠাটের রাগিণীবিশেষ।
১. আদানা মালহার বা আড়ানা মালহার
২. অরুণ মালহার
৩. বাহার মালহার
৪. বারওয়া মালহার
৫. বাসন্তী মালহার (রাগ বসন্ত ও গৌড় মালহারের মিশ্রণ)
৬. বিলাওয়াল মালহার (রাগ আলহাইয়া বিলাওয়াল এবং গৌড় মালহারের মিশ্রণ)
৭. বিরজু কি মালহার
৮. চাঁদনী মালহার
৮. চরজু কি মালহার
৯. ছায়া মালহার
১০. দেশ মালহার
১১. ধুলিয়া মালহার
১২. গান্ধী মালহার
১৩. গৌড় মালহার
১৪. গৌড়গিরি মালহার
১৫. চর্জু মালহার
১৬. জয়ন্ত মালহার
১৭. ঝিনঝোতি মালহার
১৮. কাফি মালহার
১৯. কেদার মালহার/সাভানি কেদার
২০. মিয়া কি মালহার / মালহার/মিয়ান কি মালহার
২১. মীরাবাই কি মালহার
২২. মেঘ মালহার
২৩. মোদ মালহার (কামোদ এবং মিয়াঁ কি মালহারের মিশ্রণ)
২৪. নানক মালহার
২৫. নাট মালহার
২৬. প্যাট মালহার
২৭. রামদাসী মালহার
২৮. সারং মালহার/মিয়ান কি সারং
২৯. সাওয়ান গান্ধার
৩০. শাহানা মালহার
৩১. শিব মালহার (রাগ শিবরঞ্জনী এবং মিয়াঁ কি মালহারের মিশ্রণ)
৩২. শুদ্ধ মালহার
৩৩. সোরথ মালহার
৩৪. সুর মালহার
৩৫. সুরদাসী মালহার
৩৬. তিলক মালহার

রাগ মেঘ বা মেঘ মালহারের সাথে অন্য মালহারের পার্থক্য:

![মালহার রাগের পরিবার Raga Malhar Family মালহার রাগের পরিবার । অসুরের সুরলোকযাত্রা সিরিজ 1 মালহার রাগের পরিবার [ Raga Malhar Family ]](https://sufifaruq.com/wp-content/uploads/2023/07/মালহার-রাগের-পরিবার-Raga-Malhar-Family-.png)