আবুতালেব ডিগ্রী কলেজ | শোমসপুর ইউনিয়ন | খোকসা | কুষ্টিয়া – পেশা পরামর্শ সভা
কুষ্টিয়া জেলার কুমারখালী- খোকসা উপজেলায় আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকরের উদ্যোগে পেশা পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে ।
বিভিন্ন খাতের সফল পেশাজীবী ও মানবসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষকদের দিয়ে পরিচালিত হবে এসব কর্মশালা। সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই মূলত এই আয়োজন হচ্ছে। এছাড়া যারা বর্তমানে লেখাপড়া শেষ করে কর্মহীন রয়েছেন তারাও অংশগ্রহণ করতে পারবেন।
আজ শনিবার খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী ‘পেশা পরার্মশ সভা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকর। এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া গুরুকুলের লিগ্যাল এন্ড এডমিন শামীম রানা, তানভির আহমেদ,খাইরুল ইসলামসহ আরও অনেকে।
কুষ্টিয়ার খোকসা উপজেলার সোমসপুর ইউনিয়নে বিকেল ৩ ঘটিকায় আবুতালেব ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয় ‘পেশা পরামর্শ সভা।এ অনুষ্ঠানে মতবিনিময়কালে কুষ্টিয়া জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকর বলেন, ‘সফল ক্যারিয়ার গড়তে পারিপার্শ্বিক অবস্থা কিংবা বিভিন্ন পেশা সম্পর্কে যে ধরনের জ্ঞান থাকা দরকার, তা অনেকের মধ্যেই অনুপস্থিত। পারিবারিক চাহিদা এবং গোড়ামিও কারও কারও ক্ষেত্রে ঋনাত্বক ভুমিকা পালন করে। তাই আত্বসচেতনতা সৃষ্টি করাটা খুব গুরুত্বপূর্ণ। একজনের পারদর্শিতা কিংবা আগ্রহের ব্যাপারে সে নিজেই সবচেয়ে বেশি ওয়াকেবহাল। সেজন্য অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নয়, অন্যের পরামর্শ গ্রহন করে উচিত নিজের সিদ্ধান্তটা নিজেই গ্রহন করা।’
সুফি ফারুক আরও বলেন, ‘শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পিত জ্ঞানভিত্তিক অর্থনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার উপযোগী করে আমাদের ছেলেমেয়েদের তৈরি করতেই এই উদ্যোগ।’
তিনি বলেন ‘দেশকে পরিবর্তন করতে হলে তরুণ প্রজন্মের অগ্রণী ভূমিকা পালন ছাড়া কোন বিকল্প নেই। পেশা পরামর্শ সভা কর্মসূচির উদ্দেশ্য হল, তরুণদের বিভিন্ন সমস্যাসমুহ নিয়ে সমাধান সহ এই অসম্ভব প্রতিযোগিতামুলক সময়ে জীবনযুদ্ধে তারা কিভাবে নিজেদেরকে উপযুক্ত করে তুলবে ও দেশকে সামনের দিকে নিয়ে যেতে তারা কিভাবে ভূমিকা রাখতে পারে সে সমস্ত বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা।’
এ ‘পেশা পরামর্শ সভা’ অনুষ্ঠানের উদ্দেশ তরুণ ও যুবকদেরকে সময়পোযোগী করে গড়ে তোলা।এছাড়া কুমারখালী খোকসার তরুণ-যুবকদের ভবিষ্যৎ পেশা বাছাই, নিজেকে পেশাজীবী হিসেবে গড়ে তোলা, সিভি বানানো, ইন্টার্ভিউ দেয়া সহ সফল হবার জন্য দরকারি বিভিন্ন বিষয়ে হাতে কলমে পেশাদারি প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন এবং সাথে থাকবেন ‘স্কিল এসেসমেন্ট’।
আয়োজনটি করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকে। কুষ্টিয়া জেলার সকল সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করছি।
সোমসপুর ইউনিয়নের আবু তালেব কলেজে অনুষ্ঠিত পেশা পরামর্শ সভার ছবি দেখতে এখানে পেশা পরামর্শ সভা, আবু তালেব কলেজ ক্লিক করুন।
আবুতালেব ডিগ্রী কলেজ | শোমসপুর ইউনিয়ন | খোকসা | কুষ্টিয়া – পেশা পরামর্শ সভার এ্যলবাম: