[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

তানসেনের দীপক

তানসেনের দীপক-মালহারের (আগুন লাগা-বৃষ্টি নামা) কিংবদন্তি যারা শুনেছেন কিন্তু স্বাদ নিতে পারেন নি, তারা এই গরমের দুপুরে মান্না দের “প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন” গানটা শুনতে পারেন। এই গানটি দীপক রাগের আশ্রয়ে বানানো।
আমার জানা মতে – তানসেনের আগুন লাগা দীপকের স্বরলিপি নেই। তাই সুনির্দিষ্ট করে বলা সম্ভব না – ঠিক এমনই ছিল সেই দীপকের আরোহ-আবরোহ, বাদী-সমবাদী, চলন। ঘরানাদার সিলসিলায় কিংবদন্তি হিসেবে যা আসার এসেছে।
তানসেনের দীপক
পণ্ডিত ভাতখান্ডে দু রকমের দীপকের কথা লিখে গেছেন। এক রকম পুরবী ঠাটে, অপরটি বিলাবল ঠাটে। আবার কিছু জায়গায় খাম্বাজ ঠাটেও দীপক শোনা গেছে।
পণ্ডিত রামাশ্রেয় ঝা যে দীপক দেখিয়েছিলেন তাতে পঞ্চম থেকে ধৈবতকে ধাক্কা দিয়ে লাগিয়ে আবার পঞ্চমে ফিরে আসে। আম জনতা হিসেবে আমার কানেই ওটাই সবচেয়ে কনভিন্সিং লেগেছিল।
আরও দেখুন: