ধোকড়াকোল ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। কলেজের নিজস্ব জমির পরিমান ৫-৪৩ একর। কলেজটি স্বীকৃতিপ্রাপ্ত হয় ০১-০৭-১৯৯৪ ইং সালে এবং এম,পি, ও ভূক্ত হয় ০১-০৪-১৯৯৯ ইং। কলেজের EIIN নং ১১৭৬৪৯ এবং এম পি, ও কোড নং ৬৩০৩০৩৩১০১। উপবৃত্তি কোড নং ৪৫০৬৩০২। শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত কোড নং ৫৪০১। কলেজটি ১৪-০৩ ২০১৩ ইং তারিখে ডিগ্রী স্তরে অধিভুক্তি লাভ করে। কলেটির ডিগ্রী কোড নং ১০৪০। বর্তমানে কলেজটিতে একটি দ্বিতল ভবনসহ আধা-পাকা পাচটি ভবন আছে। মোট কক্ষের সংখ্যা ২৪ টি। এর মর্ধে শ্রেনীকক্ষ ১৪টি। বিজ্ঞানাগার ও কমপিউটার ল্যাব দুইটি। অধ্যক্ষের কক্ষ,অফিস এবং ছাত্র-ছাত্রী কমনরুমসহ মোট আটটি রুম আছে। এই বিদ্যালয়ে সুফি ফারুক ইবনে আবুবকর এর কর্মসূচির বিস্তারিত নিচে দেয়া হল:
ধোকড়াকোল ডিগ্রি কলেজ
ধোকড়াকোল কলেজে পেশা পরামর্শ সভার ফরম পূরণ :
খোকসা উপজেলার ৯ নং আমবাড়ীয়া ইউনিয়নের ধোকড়াকোল-কলেজে পেশা-পারমর্শ সভার ফরম পূরণ চলছে। পেশা পরামর্শ সভা মূলত তরুণ প্রজন্মের ক্যারিয়ার কোচিং। এটি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুকের একটি উদ্যোগ।
এই প্রকল্পের আওতায় কুমারখালী-খোকসার তরুণদের ডিজিটাল বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর পেশাগুলোর উপযুক্ত হয়ে তৈরি হাবার জন্য সচেতনতা ও দিকনির্দেশনা দেয়া হয়। পাশাপাশি তাদেরকে এসব সভায় ডিজিটাল বাংলাদেশ ও ভবিষ্যৎ জ্ঞানভিত্তিক অর্থনীতির বাংলাদেশের অবারিত পেশাজীবীদের সম্ভাবনাগুলো তুলে ধরা হয়। এছাড়া সেসব পেশা গ্রহণ করার উপযোগী হয়ে তৈরি হবার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।
বিভিন্ন খাতের সফল পেশাজীবী ও মানবসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষকদের দিয়ে পরিচালিত হয় এসব কর্মশালা। সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই মূলত এই আয়োজন। পাশাপাশি যারা বর্তমানে লেখাপড়া শেষ করে কর্মহীন রয়েছেন তারাও অংশগ্রহণ করে এসব কর্মশালাতে।
পেশা বাছাই, নিজেকে পেশাজীবী হিসেবে গড়ে তোলা, সিভি বানানো, ইন্টার্ভিউ দেয়া সহ সফল হবার জন্য দরকারি বিভিন্ন বিষয়ে হাতে কলমে পেশাদারি প্রশিক্ষকগণের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়। স্কিল এসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকতর প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনুধাবিত হলে তাদের জন্য সে ধরনের প্রশিক্ষণের আয়োজন বা অন্য কোনো যায়গা থেকে প্রশিক্ষণ নেবার জন্য বৃত্তির ব্যবস্থা করে দেয়া হয়।
এই পুরো বিষয়টি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ সুফি ফারুক এর পক্ষ থেকে উপহার।
সুফি ফারুক ঘোষণা করেছেন, কুমারখালী-খোকসায় একটি শিক্ষিত, দক্ষ, কর্মক্ষম ও রুচিশীল প্রজন্ম তৈরিই আমার- ‘জয় বাংলা’। তার সেই স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় নেয়া সকল প্রকল্পের মধ্যে এটি অন্যতম।
ধোকড়াকোল ডিগ্রি কলেজে সুফি ফারুকের পেশা পরামর্শ সভা অনুষ্ঠিত :
মস্তিষ্কজাত অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত সফলতার সাথে সাথে মানবজাতি তথা দেশকে উপকৃত করাই ক্যারিয়ার ভাবনার মূল উদ্দেশ্য। সেই ভাবনাকে আর একটু সহজ করতে ৩০ অক্টোবর শনিবার কুষ্টিয়া জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ইয়ুথ বাংলা কালচার ফোরামের সভাপতি সুফি ফারুক ইবনে আবুবকরের উদ্যোগে কুমারখালিতে অনুষ্ঠিত হল বর্তমান সময়ের শিক্ষিত তরুণদের সর্বাধিক কাঙ্ক্ষিত ‘পেশা পরামর্শ সভা’।
বাংলাদেশের প্রধান কয়েকটি সমস্যার কথা উঠলে বেকার সমস্যা সবার আগেই থাকে। শিক্ষিত তরুণদের সঠিক দিক নির্দেশনা দিতে বিভিন্ন খাতের সফল পেশাজীবী ও মানবসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষকদের দিয়ে পরিচালিত হচ্ছে এসব কর্মশালা। সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই মূলত এই আয়োজন হচ্ছে। এছাড়া যারা বর্তমানে লেখাপড়া শেষ করে কর্মহীন রয়েছেন তারাও অংশগ্রহণ করতে পারবেন।
প্রকৃতপক্ষে এক এক পেশার দাবি এক এক ধরণের গুণাবলী। কে কোন পেশায় যাওয়ার জন্য উপযোগী তা নির্ধারিত হয়ে থাকে বহুলাংশে তাঁর সহজাত গুণাবলীর উপরে। এই গুণাবলী এবং ব্যক্তিগত আগ্রহ ধরে হিসাব করতে হয় কে কোন পেশায় নিয়োজিত করবে নিজেকে। জনসংখ্যার অনুপাতে আমাদের দেশে সুযোগ সুবিধা যথার্থই অপ্রতুল। এ অবস্থায় একটি সুন্দর পেশা অর্জন প্রকৃত অর্থেই সুকঠিন হয়ে পড়েছে।
৩০ অক্টোবরে সকাল ৯ ঘটিকা থেকে খোকসা উপজেলার ধোকড়াখোল কলেজে ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে কয়েক ঘণ্টাব্যাপি প্রধান অথিতির বক্তব্য রেখেছেন সফল প্রযুক্তিবিদ কুষ্টিয়া জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকর। সুফি ফারুক বলেন, ‘দেশকে পরিবর্তন করতে হলে তরুণ প্রজন্মের অগ্রণী ভূমিকা পালন ছাড়া কোনো বিকল্প নেই। পেশা পরামর্শ সভা কর্মসূচির উদ্দেশ্য হল, তরুণদের বিভিন্ন সমস্যাসমূহ নিয়ে সমাধানসহ এই অসম্ভব প্রতিযোগিতামূলক সময়ে জীবনযুদ্ধে তারা কিভাবে নিজেদেরকে উপযুক্ত করে তুলবে ও দেশকে সামনের দিকে নিয়ে যেতে তারা কিভাবে ভূমিকা রাখতে পারে সে সমস্ত বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা।’
এ ছাড়া সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের হিউম্যান রিসোর্স ট্রেনিং বিশেষজ্ঞ রাসেন বিন আহসান, কুমারখালি উপজেলা শিক্ষা অফিসার, কুষ্টিয়া গুরুকুলের লিগ্যাল এন্ড এডমিন শামীম রানা, তানভির আহমেদ, খাইরুল ইসলামসহ আরও অনেকে।
‘পেশা পরামর্শ সভা’ বিষয়ে বাংলাদেশের খবরের পক্ষ থেকে সুফি ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পিত জ্ঞানভিত্তিক অর্থনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার উপযোগী করে আমাদের ছেলেমেয়েদের তৈরি করতেই এই উদ্যোগ। আমাদের বেকার তারুণ্য সঠিক দিক নির্দেশনা পেলে ভালো কিছু করতে পারে তার নজির বহুবার প্রমাণ হয়েছে।আমরা তাই এই শিক্ষিত তরুণ সমাজকে দক্ষ জনশক্তি ও দেশের মূল্যবান সম্পদ হিসেবে গড়ে তুলতে একের পর এক ‘পেশা ও পরামর্শ সভা’ করে চলেছি।’
এ ‘পেশা পরামর্শ সভা’ অনুষ্ঠানের উদ্দেশ্য তরুণ ও যুবকদেরকে সময়োপযোগী করে গড়ে তোলা।এছাড়া কুমারখালী খোকসার তরুণ-যুবকদের ভবিষ্যৎ পেশা বাছাই, নিজেকে পেশাজীবী হিসেবে গড়ে তোলা, সিভি বানানো, ইন্টার্ভিউ দেয়া সহ সফল হবার জন্য দরকারি বিভিন্ন বিষয়ে হাতে কলমে পেশাদারি প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন এবং সাথে থাকবেন “স্কিল এসেসমেন্ট”।
আয়োজনটি করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকে। কুষ্টিয়া জেলার সকল সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করছি।
আমবাড়ীয়া ইউনিয়নের ধোকড়াকোল ডিগ্রি কলেজে অনুষ্ঠিত পেশা পরামর্শ সভার ছবি দেখতে এখানে পেশা পরামর্শ সভা, ধোকড়াকোল ডিগ্রি কলেজ ক্লিক করুন।
ফটো গ্যালারী:
আরও পড়ুন: