না, মন লাগে না – সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ

না, মন লাগে না [ Na mono lage na ] গানটি সলিল চৌধুরীর একটি বিখ্যাত গান। গানটি তিনি লিখেছেন এবং কম্পোজ করেছেন। গানটিতে প্রথম কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর।

না, মন লাগে না - সলিল চৌধুরী [ Na mono lage na ]
সলিল চৌধুরী | Salil Chowdhury

এই গানটি উত্তর ভারতীয় সান্ত্রীয় সঙ্গীতের মালগুঞ্জী রাগে বাঁধা। মালগুঞ্জী রাগটি কাফি ঠাটের একটি রাগ। অনেকখানি রাগ খাম্বাজ এবং বাগেশ্রী রোগের মিশ্রণ এই রাগটি। দারুণ মিষ্টি এই রাগটি খুব বেশি সুরকার ব্যবহার করেনি নি। সলিল চৌধুরী ব্যবহার করেছেন এবং বলতে গেলে সেরা ব্যবহারটি দেখিয়ে দিয়েছেন।

 

না, মন লাগে না …

না, মন লাগে না
এ জীবনে কিছু যেন ভাল লাগেনা

এ নদীর দুই কিনারে দুই তরণী
যতই না বাই নাঙর বাঁধা কাছে যেতে তাই পারিনি
তুমিও
তুমিও ওপার থেকে হায় সরোনি

না মন লাগেনা
চোখে চোখে চেয়ে কাঁদা ভাল লাগেনা

আমি যে ক্লান্ত আজি শক্তি উধাও
কি হবে আর মিছি মিছি বেয়ে এই মিছে নাও
তুমিও
তুমিও ওপার থেকে যাও চলে যাও

 

SufiFaruq.com Logo 252x68 2 না, মন লাগে না - সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

লতা মঙ্গেশকর গাওয়া:

 

সলিল চৌধুরী নিজে গেয়েছিলেন:

না, মন লাগে না – সলিল চৌধুরী [ Na mono lage na ]

SufiFaruq.com Logo 252x68 1 না, মন লাগে না - সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

গানটির স্বরলিপি সহও গাওয়া শিখুন:

 

 

আরও পড়ুন: