প্রযুক্তিতে বাংলাদেশের জন্য থিম গানের প্রস্তাবনা ১ – গীতিকার: তাজবীর সজীব

প্রযুক্তিতে বাংলাদেশের জন্য থিম গানের প্রস্তাবনা ২
গীতিকার: তাজবীর সজীব

দেখতে পারো স্বপ্ন একটা
ভীষণ বড় করে
অন্য একটা সূর্য উদয়
অন্য একটা ভোরে।

আধার ভেঙ্গে আলো ছোঁব একসাথে
প্রযুক্তিতে দেশ গড়ব, ছুটে চলা সেই রথে
কাজ নেই, কাজ নেই এমন তো হবার নয়
দক্ষ কর্মীর জাতি হবে আমাদের পরিচয়।

জন্মভূমি কাঁদছে দেখো অঝোর ধারায়
যদি আমি আমার পায়ে দাড়িয়ে রই এই ধরায়
তবে দাড়িয়ে রবে জন্মভূমি আমার দেশ
আমি আমার দেশেই মানুষ হবো ,হবো নাতো নিরুদ্দেশ।

কাছিমের গতি থেকে সাইক্লোন গতিতে
হাজার তারুণ্যের উজ্জ্বল জ্যোতিতে
সুধু দক্ষ কাজ দিয়ে কথা বলা
সমুক পানে চেয়ে এগিয়ে চলা

হতাশা চিনি না প্রযুক্তি চিনি
সেই প্রযুক্তি দিয়ে কিছু স্বপ্ন কিনি
খাটি সোনা হয়ে হবো গরবিত এক জাতি
সোনার দেশে সোনা হয়ে, আনন্দেতে/সমৃদ্ধিতে মাতি

Leave a Comment