মান্না দের নিজের সুর করা গান । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

মান্না দের নিজের সুর করা গান সম্পর্কে অনেক রসিকের ধারণা নেই। সুরকার হিসেবে মান্নাদে অসাধারণ ছিলেন। কিন্তু তার গায়ক স্বত্বা এতো বড় হয়ে গিয়েছিলো যেটার আড়ালে সুরকার স্বত্বাটা ঢেকে গেছে কালের ক্রমে।

মান্না দের নিজের সুর করা গান । অসুরের সুরলোকযাত্রা সিরিজ
মান্না দে (প্রবোধ চন্দ্র দে) | Manna Dey

মান্নাদের ভিতটাই তৈরি হয়েছিল সুরকারদের আঁতুড় ঘর থেকে। সহকারী হয়ে কাজ করেছেন বিখ্যাত সব সুরকারের সঙ্গে। এঁরা হলেন—কৃষ্ণচন্দ্র দে, শচীনদেব বর্মণ, হরিপ্রসন্ন দাস, অনিল বিশ্বাস, ক্ষেমচাঁদ প্রকাশ। এঁদের সঙ্গে সরাসরি কাজ করতে করতে মান্নাদের মধ্যেও যে সুর করার খিদে জন্মাবে, এটাই স্বাভাবিক। সেই প্রভাবেই তিনি তখন টুকটাক সুরের কাজও করছেন। তবে সুরকার হিসেবে মান্নাদের জনসমক্ষে আবির্ভাব হয় ১৯৪২ সালে ‘বালুকাবেলায়’ কম্পোজ করে, যেটি গেয়েছিলেন সুপ্রীতি ঘোষ। রেফারেন্স হিসেবে তার নিজের সুরারোপিত কিছু গানের একটি তালিকা শুরু করলাম।

 

SufiFaruq.com Logo 252x68 3 মান্না দের নিজের সুর করা গান । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

মান্না দের নিজের সুর করা গান:

  • এই কূলে আমি
  • আমি সাগরের বেলা
  • ও আমার মন-যমুনার
  • এ জীবনে যত ব্যথা পেয়েছি
  • খুব জানতে ইচ্ছে করে
  • সুন্দরী গো
  • ও চাঁদ
  • শুধু একদিন ভালবাসা
  • ঠিকানা না রেখে ভালোই করেছো

 

মান্না দের গান নিয়ে আরও পড়ুন:

 

SufiFaruq.com Logo 252x68 1 মান্না দের নিজের সুর করা গান । অসুরের সুরলোকযাত্রা সিরিজ

 

অসুরের সুরলোকযাত্রা সিরিজের অন্যান্য: