যদি কিছু আমারে শুধাও গানটি সেই সময়ের জন্য একদম অন্যরকম একটি গান। তাল ছাড়া সেসময় এমন গান খুব একটা হয়েছে বলে শোনা যায়নি। সলিল চৌধুরীর কথায় ও সুরে গানটি তৈরি হয়েছিল। গানটি সম্ভবত প্রথম গেয়েছিলেন দেবব্রত বিশ্বাস। তবে শ্যামল মিত্রর গলায় গানটি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছিল। এসময়ের শিল্পী শ্রীকান্ত আচার্য্যও গানটি গেয়েছেন।
![Salil Chowdhery new যদি কিছু আমারে শুধাও - সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ 2 যদি কিছু আমারে শুধাও - সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ](https://sufifaruq.com/wp-content/uploads/2018/09/Salil-Chowdhery-new-200x140.jpg)
যদি কিছু আমারে শুধাও – সলিল চৌধুরী
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কবো
নীরবে চাহিয়া রবো
না বলা কথা বুঝিয়া নাও (২)
ঐ আকাশ নত
যুগে যুগে সংযত
নীরবতা অবিরত
কথা বলে গেছে কত (২)
তেমনই আমার বাণী
সৌরভে কানাকানি (২)
হয় যদি ভ্রমরা গো
সে ব্যাথা বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও …
অন্তরে অন্তরে
যদি কোন মন্তরে
বোবা এ প্রানের ব্যাথা
বোঝানো যেতো গো তারে (২)
কবির কবিতা সবই
তুলি দিয়ে আঁকা ছবি (২)
কিছু নয় তার কাছে
এ টুকু বিঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কবো
নীরবে চাহিয়া রবো
না বলা কথা বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও …
![Salil Chowdhery new যদি কিছু আমারে শুধাও - সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ 3 সলিল চৌধুরী | Salil Chowdhury](https://sufifaruq.com/wp-content/uploads/2018/09/Salil-Chowdhery-new-220x300.jpg)
Jodi kichhu amare shudhao
Jodi kichhu amare shudhao
Ki je tomare kabo
Nirobe chhiya rabo
Na bola kotha buhjiya nao
Jodi kichhu amare sudhao ||
[Oi akaash noto
Juge juge songjato
Nirobotai obiroto
Kotha bole gechhe koto]2
[Temoni amar bani
Sourobhe kankani]2
Hoy jodi bhromora go se byatha bujhiya nao ||
Jodi kichhu amare shudhao
Ki je tomare kabo
Nirobe chhiya rabo
Na bola kotha buhjiya nao
Jodi kichhu amare sudhao ||
[Antore ontore jodi kono montore
boba e praner byatha bojhano jetogo tare]2
[Kobi’r o kobita sobi tuli diye a[n]ka chhobi]2
Kichhu noy taar kachhe Etuku bujhiya nao ||
Jodi kichhu amare shudhao
Ki je tomare kabo
Nirobe chhiya rabo
Na bola kotha buhjiya nao
Jodi kichhu amare sudhao ||
যদি কিছু আমারে শুধাও – দেবব্রত বিশ্বাস :
যদি কিছু আমারে শুধাও – শ্যামল মিত্র :
যদি কিছু আমারে শুধাও – শ্রীকান্ত আচার্য্য:
যদি কিছু আমারে শুধাও – অর্ক মুখোপাধ্যায়:
![Salil Chowdhury Composer যদি কিছু আমারে শুধাও - সলিল চৌধুরী [ গানের বাণী ] অসুরের সুরলোকযাত্রা সিরিজ 4 সলিল চৌধুরী | Salil Chowdhury](https://sufifaruq.com/wp-content/uploads/2016/04/Salil_Chowdhury_Composer-300x200.jpg)
আরও পড়ুন:
- গান খেকো সিরিজ- সূচি
- উইকিপিডিয়া : সলিল চৌধুরী