শুভেচ্ছা কবিতা – হুমায়ুন আজাদ [ Shuveccha Kobita Humayun Azad ] কবিতা সংগ্রহ
———————————————————-
![Humayun Azad শুভেচ্ছা কবিতা - হুমায়ুন আজাদ [ Shuveccha Kobita Humayun Azad ] কবিতা সংগ্রহ 2 শুভেচ্ছা কবিতা - হুমায়ুন আজাদ । কবিতা সংগ্রহ [ Shuveccha Kobita Humayun Azad ]](https://sufifaruq.com/wp-content/uploads/2009/03/Humayun-Azad-285x300.jpg)
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা
ভালো থেকো পাখি সবুজ পাতারা
ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো
ভালো থেকো পাতা, নিশির শিশির
ভালো থেকো জল, নদীটির তীর
ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো
ভালো থেকো কাক কুহকের ডাক, ভালো থেকো
ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো
ভালো থেকো রোদ, মাঘের কোকিল
ভালো থেকো বক আড়িয়াল বিল
ভালো থেকো নাও, মধুমতী গাও,ভালো থেকো
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো
– (২৮শে এপ্রিল, ১৯৪৭ – ১১ই আগস্ট, ২০০৪)
শুভেচ্ছা কবিতা – হুমায়ুন আজাদ । কবিতা সংগ্রহ
আরও পড়ুন :
- উইকিপিডিয়া : হুমায়ুন আজাদ
- সংগ্রহশালা । প্রিয় কবিতা সংগ্রহ । সূচি