কুষ্টিয়া জেলার, কুমারখালী উপজেলার, ১ নং কয়া ইউনিয়ন এর সুলতানপুর গ্রামের “সুলতানপুর জামে মসজিদ” এর সিঁড়ি নির্মাণে সুফি ফারুক নগদ অর্থ সাহায্য করেন। অত্র এলাকার তরুণ নেতা আনোয়ার কবীর বকুল এর আমন্ত্রণে, সুফি ফারুক উক্ত এলাকার নির্মাণাধীন মসজিদটি পরিদর্শন করেন এবং যথাসাধ্য সাহযোগীতা করার প্রতিশ্রুতি দেন। তার পরপরই তিনি উক্ত সিঁড়ি নির্মাণে সহযোগিতার ব্যবস্থা করে দেন।