১ নং খোকসা ইউনিয়ন । খোকসা উপজেলা, কুষ্টিয়া জেলা

১ নং খোকসা ইউনিয়ন । খোকসা উপজেলা, কুষ্টিয়া জেলা। খোকসা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১] এটি ২২.৪৫ কিমি২ (৮.৬৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৮,৩৮৫ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৫টি ও মৌজার সংখ্যা ৪টি।

 

SufiFaruq.com Logo 252x68 2 ১ নং খোকসা ইউনিয়ন । খোকসা উপজেলা, কুষ্টিয়া জেলা

 

১ নং খোকসা ইউনিয়ন

 

১ নং খোকসা ইউনিয়নের গ্রাম সমুহ:

গ্রামের নামপুরুষমহিলাঅন্যান্যমোট লোকসংখ্যা
মোড়াগাছা গ্রাম166014503110
হাসিমপুর গ্রাম10208501870
দুধরাজপুর গ্রাম400350750
হিলালপুর গ্রাম9508001750
রতনপুর গ্রাম490450940
 মোট452039008420

 

১ নং খোকসা ইউনিয়ন, খোকসা উপজেলা, কুষ্টিয়া জেলা

 

এক নজরে খোকসা ইউনিয়নের তথ্য:

এক নজরে খোকসাইউনিয়ন তথ্য : কালের স্বাক্ষী পূর্বাতন নাম নদীয়া জেলা, বর্তমান নাম কুষ্টিয়া জেলার অধীনে খোকসা থানার খোকসাইউনিয়ন সু-পরিচিত একটি নাম খোকসাইউনিয়ন পরিষদ । কাল পরিক্রমায় আজ খোকসাইউনিয়ন শিক্ষা, সাহিত্য ,সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান , গ্রাম্য খেলাধুলা যেমন, লাঠি খেলা ,হা-ডু-ডু খেলা, গাদন খেলা, সবার প্রিয় ফুলবল, আন্তর্জাতিক খেলা ক্রিকেট আরো অন্যান্য খেলা ধুলা সব মিলে এক প্রাকৃতিক সন্দরয্য মনোরম পরিবেশ খোকসাইউনিয়ন পরিষদ । এক নজরে খোকসাইউনিয়ন পরিষদ।

 

ইউনিয়ন গ্রামের সংখ্যা ০৫টি

ইউনিয়ন এলাকার মৌজার সংখ্যা ০৪টি

ইউনিয়ন এলাকার ভোটার সংখ্যা ৫,০৯২ জন

ইউনিয়ন ওয়াড সংখ্যা ০৯টি

 

 

০১ (ক)মোড়াগাছা

০২ (ক)মোড়াগাছা

০৩ (ক) মোড়াগাছা

০৪ (ক) হাসিমপুর

০৫ (ক) হাসিমপুর

০৬(ক) দুধরাজপুর

০৭(ক) হিলালপুর

০৮(ক) হিলালপুর

০৯(ক) রতনপুর

 

ইউনিয়ন সীমানা –

ইউনিয়নের আয়তন ৮.৬৭ বগকিলোমিটার।

ইউনিয়নের জন সংখ্যা ৮,৩৮৫ জন।

 

কৃষি বিষয়ক

(ক)মোট জমির পরিমান ১০৬৭ হেক্টর।

(খ) আবাদী জমি ৯৮৩ হেক্টর।

(গ) জলাশয় ২৫ হেক্টর।

(ঘ) বসতবাড়ী ১১৪ হেক্টর।

(ঙ) ফলজ বাগান ২৫ হেক্টর।

 

SufiFaruq.com Logo 252x68 2 ১ নং খোকসা ইউনিয়ন । খোকসা উপজেলা, কুষ্টিয়া জেলা

 

আরও দেখুন: