২ নং ওসমানপুর ইউনিয়ন, খোকসা উপজেলা, কুষ্টিয়া জেলা, বাংলাদেশ।

২ নং ওসমানপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ। ওসমানপুর ইউনিয়ন ৪৮.৮৭ কিমি২ (১৮.৮৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৩,৭২৬ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১১টি ও মৌজার সংখ্যা ১১টি।

 

২ নং ওসমানপুর ইউনিয়ন, খোকসা উপজেলা, কুষ্টিয়া জেলা, বাংলাদেশ।

 

২ নং ওসমানপুর ইউনিয়ন এর গ্রাম সমুহ:

গ্রামের নামপুরুষমহিলাঅন্যান্যমোট লোকসংখ্যা
দেবীনগর8428701712
শ্রিপুর171179350
হিজলাবট411444855
খানপুর388426814
ওসমানপুর153415993133
আরাজি ওসমানপুর10717
রাযপুর7167521468
কোমরভোগ5876081195
কোমরভোগ খালপাড়া93910311970
রমানাথপুর5365821118
গনেশপুর418417835
আজইল6447091353
 মোট7196762414820

 

২ নং ওসমানপুর ইউনিয়ন, খোকসা উপজেলা, কুষ্টিয়া জেলা, বাংলাদেশ।

 

একনজরে ২ নং ওসমানপুর ইউনিয়ন:

কালের স্বাক্ষী বহনকারী গড়াই তীরে গড়ে উঠা খোকসা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ওসমানপুর ইউনিয়ন। কালপরিক্রমায় আজ ওসমানপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তাআজসমুজ্জ্বল।

ক. নাম–২নংওসমানপুরইউনিয়নপরিষদ।

খ. আয়তন– বর্গকিঃমিঃ

গ. লোকসংখ্যা– পুরুষ:- ৬,৮৯৮জন, ও

মহিলা:- ৬,৮২৮জন,

মোট:- ১৩,৭২৬জন (প্রায়) (২০১১সালেরআদমশুমারিঅনুযায়ী)।

ঘ.মোটভোটারসংখ্যাঃ

পুরুষ:- জন, মহিলা:- জন। মোট:- জন

ঞ. মোট পরিবার সংখ্যাঃ টি

চ. গ্রামেরসংখ্যা– ১১টি।

ছ. গ্রামসমূহেরনাম–

১.দেবীনগর

৭.কোমরভোগ

২.শ্রীপুর

৮.রমানাথপুর

৩.হিজলাবট

৯.গনেশপুর

৪.খানপুর

১০.আজইল

৫.ওসমানপুর উঃ পাড়া

১১.ওসমানপুর দঃপাড়া

৬.রায়পুর

 

জ. মৌজার সংখ্যা–১১টি।

ঝ. হাট/বাজারসংখ্যা-টি।

ঞ. উপজেলাসদরথেকেযোগাযোগমাধ্যম–উপজেলা সদর থেকে নৌকা যোগে গড়াই

ঘাট পার হয়ে সিএনজি/রিক্সা যোগে ইউনিয়ন পরিষদে আসতে হয়।

ট.শিক্ষারহার–%।(২০০১এর শিক্ষা জরীপ অনুযায়ী)

*সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০টি,

*বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০টি,

*মাধ্যমিক বিদ্যালয়-০৫টি,

*উচ্চ বিদ্যালয়ঃ০১টি,

*মাদ্রাসা- টি।

ঠ. দায়িত্বরত চেয়ারম্যান– জনাব এ্যডভোকেট ওহিদুল ইসলাম ডবলু

ড. গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান- মসজিদ- টি, মন্দির- টি।

ঢ. ঐতিহাসিক/পর্যটনস্থান– নাই।

ণ.ইউপি ভবন স্থাপনকাল–১৬/১০/২০০৬ইং।

ত.নবগঠিত পরিষদের বিবরণ–

১. শপথ গ্রহণের তারিখ– ০/০/২০১ইং

২. প্রথম সভার তারিখ– /০/২০১ইং

৩. মেয়াদ উর্ত্তীনের তারিথ– /০/২০১ইং

 

থ. ইউনিয়নপরিষদজনবল–

১. নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।

২. ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।

৩. ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯জন।

 

SufiFaruq.com Logo 252x68 2 ২ নং ওসমানপুর ইউনিয়ন, খোকসা উপজেলা, কুষ্টিয়া জেলা, বাংলাদেশ।

 

আরও পড়ুন:

Leave a Comment